বাংলারজমিন

বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের নতুন কমিটি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

২০ মে ২০১৯, সোমবার, ৯:৫৫ পূর্বাহ্ন

 সিলেটে আবারও জেগে উঠেছে বৃহত্তর জৈন্তিয়ার ঐতিহ্যবাহী সংগঠন কেন্দ্রীয় পরিষদ (সাবেক গণপরিষদ)। ১৭ পরগনার ঐতিহ্যবাহী ওই সংগঠনটি সমাজের সেবামূলক নানা কর্মকাণ্ডে আলোচিত হয়ে মানুষের মনজয়ে সক্ষম হয়েছে। ২০১৩ সালের ২৯শে মার্চ গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর ও কানাইঘাটের সিলেটে পড়ুয়া সাবেক মেধাবী ছাত্রদের দ্বারা গড়ে উঠা সামাজিক সংগঠন বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদ নতুন করে ঠেলে সাজানো হয়েছে। সংগঠনের নামে নিয়ে আসা হয়েছে একটি ইতিবাচক সংশোধনী। ১১ই মে সিলেট শহরে একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজনের মধ্য দিয়ে আবারও সামাজিক নানা সেবামূলক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করা এবং যৌক্তিক অধিকার আদায় আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেয়ার ঘোষণা দেয়। ওই ইফতার মাহফিল ও আলোচনা সভা বৃহত্তর জৈন্তিয়ার প্রাক্তন মেধাবী ছাত্রদের মিলন মেলায় রূপ নেয়। ইফতার পূর্ব আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় গণ পরিষদের নাম সংশোধন করে বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদ ঘোষণা করা হয়। অনুষ্ঠানে এ.টি.এম বদরুল ইসলামকে সভাপতি এবং এডভোকেট জামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি এবং এনটিভির সিলেট ব্যুরো প্রধান এডভোকেট ময়নুল হক বুলবুলকে আহবায়ক এবং ভোরের কাগজ সিলেট গুরু প্রদান ফারুক আহমদ, গবেষক ও সাংবাদিক আব্দুল হাই আল হাদি, সিলেটের ডাকের জৈন্তাপুর প্রতিনিধি নুরুল ইসলামকে যুগ্ম আহবায়ক এবং দৈনিক সিলেটের দিন রাতের সম্পাদক মুজিবুর রহমান ডালিমকে সদস্য সচিব করে জৈন্তিয়া কেন্দ্রীয় সাংবাদিক পরিষদ গঠন করা হয়। পরবর্তীতে সংগঠনগুলো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।



   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status