বিনোদন

চলে গেলেন মায়া ঘোষ

স্টাফ রিপোর্টার

২০ মে ২০১৯, সোমবার, ৮:৩৫ পূর্বাহ্ন

দুরারোগ্য ব্যাধি ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে চলে গেলেন মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র অভিনেত্রী মায়া ঘোষ। গতকাল সকাল ৮টা ৪৫ মিনিটে যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিশ্চিত করেছেন তার পুত্র দীপক ঘোষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।  তিনি জানান, ২০০০ সালে মায়ের শরীরে প্রথম ক্যানসার ধরা পড়ে। ২০০১ সালের ফেব্রুয়ারিতে কলকাতার সরোজগুপ্ত ক্যানসার হাসপাতালে চিকিৎসা শুরু হয় তার। তবে তার শারীরিক অবস্থার খুব বেশি উন্নতি হয়নি। এরপর কিডনি, লিভার ও হাঁটুর সমস্যা দেখা দেয়। অবশেষে তিনি চলে গেলেন। মঞ্চ, নাটক ও চলচ্চিত্রের অভিনেত্রী মায়া ঘোষের দুই পুত্রের নাম দীপক ঘোষ ও প্রদূত ঘোষ। প্রসঙ্গত, ১৯৪৯ সালের ৩১ শে ডিসেম্বর যশোরের মণিরামপুর উপজেলার প্রতাপকাটি গ্রামে জন্মগ্রহণ করেন মায়া ঘোষ। তার বাবার নাম শংকর প্রসাদ গাঙ্গুলি। পরবর্তীতে একই উপজেলার মাছনা-খানপুর গ্রামের দিলীপ ঘোষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৮৪ সালে তারা ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এর আগে ১৯৮১ সালে ‘পাতাল বিজয়’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন মায়া ঘোষ। অসংখ্য নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেন। সর্বশেষ ২০১৬ সালে এটিএন বাংলার জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ডিবি’-তে অভিনয় করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status