শেষের পাতা

টেকনাফে ‘বন্দুকযুদ্ধ’ যুবদল নেতা নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

১৯ মে ২০১৯, রবিবার, ১০:১৪ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বহু মামলার পলাতক আসামি ও যুবদল নেতা মোহাম্মদ ইব্রাহিম (৩২) নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া এলাকার নুরুল আমিন প্রকাশ বল্লার ছেলে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে ৩টি এলজি (আগ্নেয়াস্ত্র), ১১ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩ রাউন্ড কার্তুজের খোসা এবং ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘নিহত ইব্রাহিম একজন চিহ্নিত ইয়াবা কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর ইয়াবার বিষয়ে ব্যাপক জিজ্ঞেসাবাদে সে জানায়, গত কয়েকদিন আগে ইয়াবার একটি বড় চালান ইঞ্জিন চালিত বোটযোগে মিয়ানমার থেকে এনে টেকনাফ সাবরাং ইউপিস্থ শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া ফিশিং বোট ঘাটের উত্তর পাশে ঝাউ বাগান সংলগ্ন বালুর চরে রেখে ইয়াবা বিক্রয় করে আসছিল। ওই চালানের ইয়াবা এখনো কিছু মজুদ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক তারই নেতৃত্বে থানা থেকে অতিরিক্ত অফিসার ফোর্সসহ ইয়াবা উদ্ধারের জন্য বালুর চরে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী অস্ত্রধারী ইয়াবা কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে ঘটনাস্থলে এসআই দীপক বিশ্বাস, কনস্টেবল মো. শাকিল, কনস্টেবল মো. লিটু আহত হয়। তাৎক্ষণিক নিজেদের জীবন ও সরকারি সম্পত্তি রক্ষার্থে পুলিশ ৩৮ রাউন্ড গুলি ছুড়ে। একপর্যায়ে গ্রেপ্তারকৃত মো. ইব্রাহিম (৩২) গুলিবিদ্ধ হয়। গোলাগুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসতে থাকলে ঘটনাস্থল থেকে অস্ত্রধারী মাদক কারবারিরা গুলি করতে করতে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলের আশপাশ এলাকায় ব্যাপক তল্লাশি করে আসামিদের বিক্ষিপ্তভাবে ফেলে যাওয়া ৩টি এলজি (আগ্নেয়াস্ত্র), ১১ রাউন্ড শটগানের তাজা কার্তুজ, ১৩ রাউন্ড কার্তুজের খোসা এবং ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

ওসি প্রদীপ বলেন, পরে গুরুতর আহত গুলিবিদ্ধ মো. ইব্রাহিম (৩২)কে মধ্যরাতে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে গুলিবিদ্ধ ইব্রাহিম মারা যায়। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত ইব্রাহিমের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকসহ ৫টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইব্রাহিম শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status