বাংলারজমিন

বনপ্রহরীদের জিম্মি করে গাছ কেটে নিলো বনদস্যুরা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

১৯ মে ২০১৯, রবিবার, ৯:৫১ পূর্বাহ্ন

কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা ক্যাম্প এলাকা থেকে বিশাল আকারের একটি আগর গাছ কেটে নিয়ে গেছে সংঘবদ্ধ গাছ চোর চক্র। গত শুক্রবার রাতে লাউয়াছড়া বনের বাঘমারা ক্যাম্পের বন প্রহরীদের জিম্মি করে ওই আগর গাছটি এলাকার চিহ্নিত গাছ চোর চক্র নিয়ে যায়। বন বিভাগ বলছে, স্থানীয় চিহ্নিত গাছ চোর চক্রের সদস্যরা বাঘমারা ফরেস্ট ক্যাম্পের তিন বনপ্রহরীকে শুক্রবার রাত আড়াইটার দিকে সংরক্ষিত বনের বাঘমারা ফরেস্ট ক্যাম্প অফিসে জিম্মি করে অফিস ভবনের পাশ থেকে মূল্যবান এ আগর গাছটি কেটে নিয়ে যায়। কেটে নেয়া আগর গাছটির বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা হবে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। আলাপকালে তিন বনপ্রহরী আহসান হাবীব, মোক্তার আলী ও ফুল মিয়া জানান, স্থানীয় চিহ্নিত গাছ চোর চক্র  ঘটনার রাতে সেহরির সময় অফিসে আক্রমণ করে বাইরে থেকে অফিসের দরজা বন্ধ করে তাদের অফিসের ভেতরে জিম্মি করা হয়। এ সময় বন প্রহরীদের বলা হয় ঊর্ধ্বতন বন কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তাদের প্রাণে মারা হবে। এই কথা বলেই অফিসের পাশের টিলা থেকে আগর গাছটি কেটে নিয়ে যায় গাছ চোররা। তবে বন বিভাগের এ কথার সাথে একমত নন স্থানীয় বাসিন্দারা। বন রক্ষার কাজে নিয়োজিত বন প্রহরীদের জিম্মি করে গাছ চুরি নয় বন কর্মীরাই গাছ চোরদের কাছে আগর গাছ বিক্রি করে জিম্মি নাটক সাজিয়েছেন। যার প্রমাণ ফরেস্ট ক্যাম্পের ভবনের পাশ থেকে মূল্যবান আগর গাছ চুরির পরও গাছটি মুথা সিজ হেমার করেনি বন বিভাগ। এ বিষয়ে আলাপকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, বন প্রহরীদের জিম্মি করে সংঘবদ্ধ গাছচোর চক্র বন থেকে গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে বন বিভাগ।






   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status