খেলা

দেশে মাশরাফি, দুবাইয়ে তামিম

স্পোর্টস রিপোর্টার

১৯ মে ২০১৯, রবিবার, ৯:৪৩ পূর্বাহ্ন

শুক্রবার আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে এসেছে অধরা শিরোপা। ব্যাটসম্যানদের দাপটে ২৪ ওভারে ২১০ রানের লক্ষ্যটাও হয়ে ওঠে মামুলি। সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেনদের চওড়া ব্যাটের সেই কীর্তি সঙ্গী করেই এবার শুরু হবে বিশ্বকাপ মিশন। ট্রফি জয়ের আনন্দের মধ্যেই অবশ্য দেশে ফেরার তাড়ায় ছিলেন খোদ মাশরাফি বিন মুর্তজা। সঙ্গে বিশ্বকাপের স্কোয়াডে না থাকা আরো কয়েকজন ক্রিকেটার ধরেছেন দেশের পথ। তামিম ইকবাল ছুটির মেজাজে যাচ্ছেন দুবাই। আবার মুশফিকুর রহীমরা চলে গেছেন বিশ্বকাপ ভেন্যুতে। তবে এই ছুটিতে ছিল আনন্দের আমেজ। অবশেষে ট্রফি নামের সোনার হরিণ যে ধরা দিলো লাল-সবুজের প্রতিনিধিদের হাতে। উইন্ডিজের বিপক্ষে ফাইনাল জয়ের পরই শুক্রবার রাতে ডাবলিন ছাড়েন জাতীয় দলের ৬ ক্রিকেটার। বিশ্বকাপ দলে থাকারাও এখন থাকবেন ঐচ্ছিক ছুটির আমেজে। লম্বা সূচি, এ কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাপ দিচ্ছে না ক্রিকেটারদের। বিশ্বকাপের আগে চাঙ্গা হওয়া চাই। এরমধ্যে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশে ফিরবেন মাশরাফি। এখানে তার সঙ্গী হয়েছেন ত্রিদেশীয় টুর্নামেন্টের দলে থাকা-তাসকিন আহমেদ, ইয়াসির আলি, ফরহাদ রেজা ও নাঈম হাসান। তামিম ইকবাল ছুটি কাটাবেন মধ্যপ্রাচ্যের শহর দুবাই। সেখানে এরইমধ্যে চলে গেছেন এই তারকা ক্রিকেটারের স্ত্রী-সন্তান। তামিম-মাশরাফি দু’জনই ছুটি শেষে বুধবার ফিরে যাবেন লন্ডনে। একদিন পরই ব্যস্ত হয়ে উঠবেন ক্রিকেটাররা। লন্ডনেই বিশ্বকাপ অধিনায়ককে নিয়ে আইসিসির এক আয়োজনে হাজির থাকতে হবে মাশরাফিকে। তার আগে একই ফ্লাইটে মাশরাফিদের সঙ্গে দুবাই যাচ্ছেন তামিম। এদিকে বিশ্বকাপ দলে থাকা অন্য ১৩ ক্রিকেটার গতকাল ডাবলিন থেকে চলে যান লন্ডনে। তারপর সোজা লেস্টারে। শুরুতে অবশ্য মিলবে বিশ্রাম। তারপর তিন দিনের অনুশীলন শেষে বৃহস্পতিবার লেস্টার ছেড়ে দল যাবে কার্ডিফ। বিশ্বকাপের আসল লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। ২৬শে মে প্রতিপক্ষ ভারত। ২৮শে মে কার্ডিফেই পাকিস্তানের সঙ্গে লড়বে মাশরাফি বিন মুর্তজার দল। অফিসিয়াল এই প্রস্তুতি ম্যাচের পরই বিশ্বকাপ যুদ্ধ! ৩০শে মে শুরু হবে ওয়ানডে ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামবে ২রা জুন। শুরুতেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি মাশরাফির দল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status