বাংলারজমিন

সিলেটে মা-খাদিজা জামে মসজিদ ভাঙচুর ঘটনার স্থান পরিদর্শনে এডিসি

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৯ মে ২০১৯, রবিবার, ৯:৩২ পূর্বাহ্ন

বহুল আলোচিত মা-খাদিজা জামে মসজিদ ও এতিমখানা ভাঙচুরের ঘটনা পরিদর্শনে শাহপরাণ বাইপাস সড়কে এস. এম. পি এডিসি সাউথ (অপরাধ)। গতকাল বাদ জোহর মা-খাদিজা জামে মসজিদ ভাঙচুর ও এতিমদের মালামাল লুটপাটের বিভিন্ন আলামত সরজমিন পরিদর্শন করেন এডিসি (অপরাধ) মাহফুজা আক্তার শিমুল। এ সময় নামাজ আদায় করে মুসল্লিরা ঘটনার বিবরণ দেন ওই কর্মকর্তাকে। মুসল্লিরা রাতের আঁধারে ডা. ফারুকের সন্ত্রাসীরা যেভাবে হামলা করে নামাজ বন্ধ করায় ও ভূমি দখলের অপচেষ্টা করা হয়েছে। এডিসি মসজিদের মুসল্লি ও এতিম খানার লোকজনকে জিজ্ঞাসা করে বলেন, সঠিক তদন্ত হবে, আপনারা নিশ্চিন্তে নামাজ পড়েন। এ সময় মসজিদ কমিটির পক্ষ থেকে শাহপরাণ থানা পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, থানা পুলিশের সহযোগিতায় এ বর্বরোচিত হামলা হয়। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ ভাঙচুর ও লুটপাটের হামলায় তদন্ত কর্মকর্তা এস আই অর্জুনসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status