বাংলারজমিন

অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

১৯ মে ২০১৯, রবিবার, ৯:৩২ পূর্বাহ্ন

ওসমানীনগরে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার উমরপুর ইউনিয়ন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক, বাল্যবিয়ে, ধর্ষণ, যৌতুক ও নারী নির্যাতনসহ অন্যান্য অপরাধ দমনে প্রধান অতিথির সচেতনতামূলক বক্তব্যে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সবস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. আনিছুর রহমান। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া প্রমুখ। ॥
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status