বাংলারজমিন

নারায়ণগঞ্জে গণপিটুনিতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

১৯ মে ২০১৯, রবিবার, ৯:২৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে সজীব (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার সহযোগী মামুন (৩৩)। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল ৬টায় শহরের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহের সামনে। নিহত সজীবের নাম ঠিকানা পাওয়া না গেলেও আহত মামুন শহরের গলাচিপার নাদিমের বাড়ির ভাড়াটিয়া কমর আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, ভোর ৬টায় বাপ্পী নামের এক যুবক রিকশায় করে চাষাঢ়ার দিকে যাচ্ছিল। ওই সময়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের সামনে ৩ ছিনতাইকারী বাপ্পীর গতিরোধ করে। তখন বাপ্পী পালানোর চেষ্টা করলে ছিনতাইকারীরা তার পিছু নেয়। পরে বাপ্পীর চিৎকারে আশপাশের লোকজন এসে তিন ছিনতাইকারীকে আটক করে। ওই সময়ে ঘটনাস্থল থেকে একজন পালিয়ে যায়। স্থানীয়রা আটককৃত সজীব ও মামুন নামের দুইজনকে গণপিটুনি দেয়। এবং তাদের দড়ি দিয়ে বেঁধে রেখে চলে যায় লোকজন। তবে আহত সজীব ও মামুনের অবস্থা ধীরে ধীরে অবনতি ঘটলে বেলা ১১টায় তাদের উদ্ধার করে লোকজন শহরের খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করে। দুপুরে সেখানে সজীবের মৃত্যু ঘটে। আর মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই মামুন মিয়া জানান, সজীব ও মামুন প্রকৃতভাবে ছিনতাইকারী কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status