বাংলারজমিন

পলাশবাড়ীতে ধান-চাল ও গম ক্রয় উদ্বোধন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

১৯ মে ২০১৯, রবিবার, ৯:২৩ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে উপজেলা খাদ্য অধিদপ্তরের উদ্যোগে অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ চলতি মৌসুমে স্থানীয় সরকারি খাদ্য গুদাম কেন্দ্রে বোরো ধান-চাল ও গম ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চলতি বোরো মৌসুমে গতকাল সকালে অভ্যন্তরীণ ধান-চাল ও গম ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন। অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, উপজেলা কৃষি অফিসার কৃৃষিবিদ আজিজুল ইসলাম, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা সাইফুন্নাহার সাথী, খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মো. মাহাবুব হোসেন, ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা আব্দুল কাদের বকসী, উপজেলা মিল-চাতাল মালিক সমিতির সভাপতি দীলিপ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক এনামুল হক মকবুল, মিল-চাতাল মালিক শহিদুল ইসলাম বাদশা ও মনিরুজ্জামান ফুল মিয়া ছাড়াও স্থানীয় কৃষকসহ প্রমুখ খাদ্য ব্যবসায়ীরা এ সময় উপস্থিত ছিলেন। চলতি ক্রয় মৌসুমে এ উপজেলায় খাদ্য বিভাগের তালিকাভুক্ত লাইসেন্সধারী ৯৪ জন মিলারের কাছ থেকে সরকার নির্ধারিত প্রতিকেজি ৩৫ টাকা দরে ১৬৩ মে. টন আতপ চাল এবং ৩৮ টাকা দরে ২ হাজার ৮৪ মে. টন সিদ্ধ চালসহ মোট ২ হাজার ২৪৭ টন চাল ক্রয় ছাড়াও প্রতিকেজি ২৬ টাকা দরে ৪০৬ টন বোরো ধান এবং প্রতিকেজি ২৮ টাকা দরে ১১ টন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানা যায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status