বিশ্বজমিন

বিজেপিকে থামাতে...

মানবজমিন ডেস্ক

১৮ মে ২০১৯, শনিবার, ৪:৩০ পূর্বাহ্ন

বিজেপিকে ক্ষমতায় ফেরা থামাতে কংগ্রেসকে সমর্থন দেবে জনতা দল (সেকুলার) বা জেডি(এস)। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও জেডিএস দলের প্রধান এইচডি দেবে গৌড়া শনিবার বলেছেন, তার দল কংগ্রেসকে দৃঢ়তার সঙ্গে সমর্থন করছে। বিজেপিকে থামাতে তিনি কংগ্রেসের সঙ্গে জোট গঠনের পক্ষে এমন মন্তব্য করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। দেবে গৌড়া বলেন, লোকসভা নির্বাচনের ফল ২৩ মে ঘোষণা হবে। ওইদিন পুরো দেশের চিত্র পরিষ্কার হবে। এ উপলক্ষ্যে তিনি বলেন, আমরা কংগ্রেসের সঙ্গে আছি। এ নিয়ে অতিরিক্ত কিছু বলতে চাই না। ২৩ মে সব কিছু পরিষ্কার হয়ে যাবে।

জন্মদিন উপলক্ষে লর্ড ভেঙ্কটেশ্বর মন্দিরে প্রার্থনার পর এ মন্তব্য করেছেন ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্য, কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারাস্বামী। জেডিএস প্রধান দেবে গৌড়া বলেন, তার দল কর্নাটকে কংগ্রেসের সঙ্গে জোটের অংশীদার। জোটবদ্ধভাবেই তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য কংগ্রেসকে সমর্থন করবে তার দল।  

অন্যদিকে ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী এনডিএ দলের সঙ্গে নেই- এমন পার্টির নেতাদের বৈঠক ডেকেছেন ২৩ মে। তবে দেবে গৌড়া বলেছেন, তিনি সোনিয়া গান্ধীর কাছ থেকে এ বিষয়ে কোনো আমন্ত্রণ এখনো পান নি। তা সত্ত্বেও তিনি ওই বৈঠকে যোগ দিতে পারলে খুশি হবেন। দেবে গৌড়া বলেন, এমন বৈঠক আহ্বান করে সোনিয়া গান্ধী রাজনৈতিক পরিপক্বতা প্রদর্শন করছেন।

জেডিএস প্রধান বলেন, কংগ্রেসের সমর্থন ছাড়া কেন্দ্রে আঞ্চলিক দলগুলোর সরকার গঠন করা সম্ভব নয়। তিনি আরো বলেন, অনেক নেতাই প্রধানমন্ত্রী হতে চান। এটা গুরুত্বপূর্ণ বিষয় যে, বিভিন্ন দলের প্রধানমন্ত্রীর নামের বিষয়ে একটি ঐকমত্যে পৌঁছা উচিত।

অন্যদিকে মিডিয়ার সঙ্গে আলাপকালে কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারাস্বামী বলেছেন, লোকসভা নির্বাচনে ভাল ফল করেছে কংগ্রেস ও জেডিএস। এ রাজ্যে লোকসভা নির্বাচনে আসন মোট ২৮টি। এর মধ্যে কমপক্ষে ১৮ থেকে ১৯টি আসনে বিজয়ী হবে এই জোট। কংগ্রেসকে রাজ্য ও কেন্দ্রীয় পর্যায়ে সমর্থন দিয়ে যাবে জেডিএস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status