খেলা

কাতালুনিয়ার বেসামরিক পদক জিতলেন মেসি

স্পোর্টস ডেস্ক

১৮ মে ২০১৯, শনিবার, ৯:৫৯ পূর্বাহ্ন

স্পেনের কাতালুনিয়া সরকার কর্তৃক প্রদত্ত প্রদেশের অন্যতম বড় বেসামরিক পুরস্কার ‘দ্য সেইন্ট জর্জ’ জিতলেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বার্সার হয়ে অসাধারণ সব অর্জন, দাতব্য কর্মকাণ্ড ও কাতালান সমাজে অশেষ অবদান রাখার স্বীকার্যস্বরূপ মেসিকে এই বিশেষ পুরস্কারে ভূসিত করা হয়েছে। বৃহস্পতিবার  রাতে বার্সেলোনার সিসিআইবি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কার তুলে দেন কাতালুনিয়ার রাষ্ট্রপতি কুইম তোরা। এ সময় উপস্থিত ছিলেন ফুটবল ক্লাব বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তেম্যু, সহ-সভাপতি জর্দি ক্যারদোনার এবং জর্দি মেস্ত্রে।  ১৯৮১ সাল থেকে প্রদেয় এই পুরস্কার এখন পর্যন্ত ২৮ জন মানুষ এবং ১৫টি ভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে। তবে দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশেষ এই পুরস্কার জিতলেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের আগে বার্সেলোনার আরেক কিংবদন্তি ডাচ ইয়োহান ক্রুফের হাতে ২০০৬ সালে তুলে দেয়া হয় ‘দ্য সেইন্ট জর্জ’ অ্যাওয়ার্ড।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status