বিনোদন

আড়াল ভেঙে সারিকা

স্টাফ রিপোর্টার

১৮ মে ২০১৯, শনিবার, ৮:২২ পূর্বাহ্ন

আড়াল ভেঙে ঈদে আসছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সারিকা। প্রায় ছয় মাস অভিনয় থেকে আড়ালে থাকার পর আসছে ঈদে ‘চুল তার কবেকার’ শিরোনামের একটি টেলিছবিতে এই গ্ল্যামারকন্যাকে দেখা যাবে। এটি রচনা ও পরিচালনা করছেন তুহিন হোসেন। গতকাল সারিকা এই টেলিছবির শুটিংয়ে অংশ নেন বলে  জানান নির্মাতা। এর আগে এই নির্মতার সঙ্গে আরো দু’টি টেলিছবিতে কাজ করেছেন সারিকা। এটি তাদের তৃতীয় কাজ। টেলিছবিতে সারিকা জুটি বেঁধেছেন অভিনেতা মিশু সাব্বিরের সঙ্গে। গল্পে দেখা যাবে-ছোটবেলার বন্ধু থাকে মিশু ও সারিকা। একটা সময় তারা বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে একটা চাকরির ইন্টারভিউতে মিশুর সঙ্গে আবার পরিচয় ঘটে সারিকার। দু’জনের বন্ধুতা থেকে সম্পর্কটা যখন প্রেমের দিকে মোড় নেয় সারিকা তখন দেশ ছেড়ে যান। এদিকে তার অপেক্ষায় থাকে মিশু। দীর্ঘ সময় পর সারিকা দেশে ফিরে আসে। কিন্তু মিশুর সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চায় না। এমনই গল্পে টেলিছবিটি নির্মিত হয়েছে। মিশু সাব্বির ও সারিকা ছাড়া এই টেলিছবিতে আরও দেখা যাবে লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আজম খান প্রমুখকে। ঈদের সপ্তমদিন রাত ৭টা ৪৫ মিনিটে এটি চ্যানেল আইতে প্রচার হবে। সারিকা বলেন, টেলিছবির গল্পটি খুবই মজার। এর আগেও এই নির্মাতার সঙ্গে আমার কাজ করা হয়েছে। বরাবরই নির্মাতা তুহিন নির্মাণে মুন্সিয়ানা দেখান। এই টেলিছবির মধ্য দিয়ে দীর্ঘদিন পর সারিকা অভিনয়ে ফিরেছেন। এর আগে তার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ এনেছিলেন প্রযোজক মোহাম্মদ বোরহান খান। নির্ধারিত সময়ের মধ্যে সেই অভিযোগের সদুত্তর না দেয়ায় সব ধরনের নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্রে অভিনয় করা থেকে তাকে ছয় মাস নিষিদ্ধ করেছিল টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)। সারিকার নিষেধাজ্ঞা কার্যকর হয়েছিল গত ১লা আগস্ট থেকে। পরবর্তীতে অক্টোবরের মাঝামাঝি ডিরেক্টরস গিল্ড, অভিনয় শিল্পী সংঘ ও টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বরাবর তিনি ক্ষমা চেয়ে লিখিত আবেদন করেন। সেই আবেদন গ্রহণ করে টেলিপ্যাব। বিচার বিশ্লেষণ করে তারা গত ২৫শে অক্টোবর সারিকার ছয় মাসের নিষেধাজ্ঞা তিন মাসে কমিয়ে আনে। ৩রা নভেম্বর ‘ব্রেকিং নিউজ’ শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে সারিকা অভিনয়ে ফেরেন। কিন্ত এই নাটকের পর আবারও আড়ালে চলে যান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status