দেশ বিদেশ

কারাগার ও পাসপোর্ট অফিসে দুর্নীতি বন্ধে ৬ ডিসিকে দুদকের চিঠি

স্টাফ রিপোর্টার

১৭ মে ২০১৯, শুক্রবার, ১০:০৮ পূর্বাহ্ন

কারাগার ও পাসপোর্ট অফিসের ঘুষ, দুর্নীতি ও অনিয়ম বন্ধে ব্যবস্থা নিতে ছয় জেলা প্রশাসককে চিঠি দিয়েছে দুদক। গতকাল ছয় ডিসিকে এ চিঠি পাঠানো হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, বান্দরবান, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, কক্সবাজার ও মেহেরপুর জেলা প্রশাসককে চিঠি পাঠানো হয়েছে। এসব অঞ্চলের পাসপোর্ট ও কারাগারগুলোতে ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম, দুর্নীতির তথ্য পেয়েছে দুদক। এজন্য শিগগিরই ব্যবস্থা নিতে ওই ছয় জেলার প্রশাসকদের চিঠি পাঠানো হয়।  এদিকে, স্পিডবোর্ড ও ট্রলার পারাপারের সময় নিয়মবহির্ভূতভাবে ইজারা আদায়ের অভিযোগে ঢাকা জেলার দোহারের মৈনট ঘাট এলাকায় অভিযান চালানো হয়েছে। এর সঙ্গে জড়িত নুরুল ইসলাম নামে একজনকে চিহ্নিতও করা হয়। নুরুল প্রতিদিন অবৈধ ইজারা তুলে লাখ টাকা করে আয় করছে বলে প্রমাণ পায় দুদক। এছাড়া ছাত্র-ছাত্রীদের বাধ্যতামূলকভাবে কোচিং করানোর অভিযোগে ঢাকা ক্যান্টনমেন্ট আদর্শ বিদ্যানিকেতনে চালানো হয়েছে দুদকের অপর অভিযান। কোচিং বন্ধে প্রধান শিক্ষক আব্দুল মালিককে ব্যবস্থা নিতে বলেছে দুদক। পাশাপাশি যুব উন্নয়ন কেন্দ্রে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা আত্মসাতের অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভায় অভিযান চালিয়েছে দুদক। অভিযানের সময় প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতাও পাওয়া গেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status