বাংলারজমিন

ছাত্রলীগ নেতা আটকের জেরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ, আটক ১৩

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

১৭ মে ২০১৯, শুক্রবার, ৯:৫২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রপ্তানিকৃত তৈরি পোশাক ছিনতাইয়ের অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে আটকের জেরে উত্তেজিত হয়ে উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা বেশ কিছু যানবাহনের ভাঙচুর চালায়। পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে পুলিশ চিরুনি অভিযান চালিয়ে ৪টি মোটরসাইকেল, দেশীয় অস্ত্রসহ দু’দফায় ১২ জনকে গ্রেপ্তার করেন। গতকাল ভোররাতে উপজেলা ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় এই ঘটনা ঘটে। চট্টগ্রাম বন্দর থানার ওসি (তদন্ত) মো. আজিম মিয়া জানান, গত ২ দিন আগে কাভার্ড ভ্যান ভর্তি রপ্তানিমুখী তৈরি পোশাক ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলের একটি কারখানা থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। মালামাল বন্দরে পৌঁছলে জানা যায়, গাড়ি থেকে ৩০ লাখ টাকার কাপড় সরিয়ে ফেলা হয়েছে। গাড়ির চালক ও হেলপারকে পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে রূপগঞ্জ উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ভিপি সোহেলের লোকজন চালকের সহায়তায় রূপগঞ্জের কর্ণগোপ এলাকার জৈব সার কারখানার ভেতর গাড়ি ঢুকিয়ে উক্ত মালামাল সরিয়ে নিয়েছেন। এই ঘটনায় কারখানার ব্যবস্থাপক কায়সার রহমান চট্টগ্রাম বন্দর থানায় মামলা দায়ের করলে তদন্ত কর্মকর্তা এসআই রবিউল ইসলাম নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ও রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় বুধবার রাত দেড়টার দিকে মিরকুটিরছেও এলাকায় ভাইস চেয়ারম্যান শাহরিয়া পান্না সোহেলের নুহা পল্লী থেকে মামলার আসামি সরকারি মুড়াপাড়া কলেজে শাখার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজিবসহ তার সহযোগী মনিরুল ইসলাম, নবিরুদ্দিন, জৈব সার কারখানার সিকিউরিটি তোতা মিয়া, সুমন, ও সিপন হোসেন নামে ৬ জনকে গ্রেপ্তার করেন। এদিকে সজিবসহ বাকিদের গ্রেপ্তারের প্রতিবাদে রাত ৩টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ৬০-৭০ জন ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় অবস্থান নেয়। তারা সড়কে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় তারা ৮-১০টি যানবাহন ভাঙচুর করে। খবর পেয়ে রূপগঞ্জ থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা পুলিশের ওপর চড়াও হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ ঘটনায় পুলিশ ব্লক রেইট দিয়ে দেশীয় অস্ত্রসহ মোবারক হোসেন, ওয়াদুদ, রাশেদুল, হাসান,  ইরফান, রাহাত ও সাইদুলকে গ্রেপ্তার করেন।
এ সময় তাদের ব্যবহৃত ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।
  এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) এমদাদুল হক বলেন, সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও ৪টি মোটরসাইকেলসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status