খেলা

নেদারল্যান্ডসে সেরা আয়াক্সই

স্পোর্টস ডেস্ক

১৭ মে ২০১৯, শুক্রবার, ৯:৩৭ পূর্বাহ্ন

পাঁচ বছর পর নেদারল্যান্ডসের এরেডিভিসি ফুটবল লীগের শিরোপা ঘরে তুললো আয়াক্স আমস্টারডাম। বুধবার ডি গ্রাফসচ্যাপের বিপক্ষে ৪-১ গোলে বিশাল জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে আয়াক্স। শেষবার ২০১৩-১৪ মৌসুমে লীগ শিরোপা জিতেছিল আয়াক্স। চ্যাম্পিয়ন্স লীগে হাতাশা কাটিয়ে ১৭ বছর পর আবারো ‘ঘরোয়া ডাবল’ জেতার আনন্দে ভাসছে আসরের ৩৪ বারের চ্যাম্পিয়ন আয়াক্স। গত ৫ই মে উইলেমকে ৪-১ গোলে হারিয়ে ডাচ কাপের শিরোপা জেতে আয়াক্স। ২০০১-২০০২ মৌসুমে শেষবার ‘ডাবল’ জিতেছিলে আয়াক্স। এ নিয়ে ৮ বার ‘ডাবল’ জিতলো ডাচ ক্লাবটি। আর চলতি মৌসুমে মোট ৪৩ ম্যাচে জয়ের অভিজ্ঞতা হলো আয়াক্সের।
এবারের আসরে চ্যাম্পিয়ন্স হতে আয়াক্সের প্রয়োজন ছিল ১ পয়েন্টের। বুধবার জিতে পরিষ্কার ৩ পয়েন্ট নিয়ে পিএসভি আইন্দোফেনকে পিছনে ফেলে শিরোপা ঘরে তুলে ডাচ কোচ এরিক টেন হাগের দল। ৮৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন আয়াক্স। তাদের থেকে তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আইন্দোফেন। আয়াক্সে উৎসবটা আরো রঙিন হতে পারতো চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল নিশ্চিত করতে পারলে। টটেনহ্যামের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতে। কিন্তু ফিরতি লেগে ঘরের মাঠে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নেয় ‘জায়ান্ট কিলার’ খ্যাত আয়াক্স। চ্যাম্পিয়ন্স লীগে দুই লেগ মিলিয়ে ৩-৫ এগ্রিগেটে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শেষ ষোলো থেকে বিদায় করে আয়াক্স। কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসকে ২-৩ এগ্রিগেটে বিদায় করে ডাচ জায়ান্টরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status