খেলা

সম্ভাবনা উজ্জ্বল স্টেইন-রাবাদার

স্পোর্টস ডেস্ক

১৭ মে ২০১৯, শুক্রবার, ৯:৩৭ পূর্বাহ্ন

ইনজুরির কারণে শঙ্কায় পড়ে গিয়েছিল ডেল স্টেইন-কাগিসো রাবাদার বিশ্বকাপ। তবে দক্ষিণ আফ্রিকার কোচ ওটিস গিবসন দিলেন স্বস্তির খবর। তিনি বলেন, ‘ওরা দ্রুত সুস্থ হয়ে উঠছে। আশা করি বিশ্বকাপের আগেই পুরোপুরি সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেবে স্টেইন-রাবাদা।’ আইপিএল খেলা অবস্থায় চোটে পড়েন স্টেইন-রাবাদা। চোট রয়েছে আরেক পেসার লুঙ্গি এনগিডিরও। অবশ্য তার অবস্থাও আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন গিবসন। তবে আঙুলের ইনজুরিতে বিশ্বকাপ শেষ হয়ে গেছে বিশ্বকাপ দলে থাকা পেসার এনরিচ নরতিয়ের। তার বদলে ক্রিস মরিসকে নিয়েছে দক্ষিণ আফ্রিকার।
বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্বাগতিক ইংল্যান্ডের মোকাবিলা করবে দক্ষিণ আফ্রিকা। দলীয় কোচ গিবসন বলছেন, ইংল্যান্ডের কন্ডিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবারের আসরে। তিনি বলেন, ‘আকর্ষণীয় টুর্নামেন্ট হবে। হাই-স্কোরিং ম্যাচ দেখা যাবে। আমার মনে, এবারের আসরে আবহাওয়ার একটা বড় ভূমিকা থাকবে।’  ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা দল হয়েও বিশ্বকাপের ফাইনাল খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত চারটি সেমিফাইনালে হেরেছে তারা। গতবার নিউজিল্যান্ডের কাছে শেষ ওভারে হার মানে দলটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status