খেলা

সাইফের জয়, শেখ জামালের হোঁচট

স্পোর্টস রিপোর্টার

১৭ মে ২০১৯, শুক্রবার, ৯:৩৬ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রিমিয়ার লীগে জয়ের ধারা অব্যাহত রেখেছে সাইফ স্পোর্টিং ক্লাব। আর হোঁচট খেয়েছে  শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে খেলা শেষ করে শেখ জামাল।

এদিন ম্যাচের দশম মিনিটে গাম্বিয়ান ফরোয়ার্ড এমিল সাম্বুর ডি-বক্সে ঢুকে নেয়া শট ফিস্ট করে ফেরান মুক্তিযোদ্ধা সংসদের গোলরক্ষক ওমর ফারুক লিংকন। তবে আট মিনিট পর সলোমন কিংয়ের হেড আর ফেরাতে পারেননি। ৩০তম মিনিটে সমতায় ফেরে লীগের প্রথম পর্বে শেখ জামালকে ৩-০ গোলে উড়িয়ে দেয়া মুক্তিযোদ্ধা সংসদ। হাবিবুর রহমানের থ্রো একজন হেড করার পর জাপানি মিডফিল্ডার ইউসুকে কাতোর ভলি জাল খুঁজে পায়। দ্বিতীয়ার্ধে আক্রমণে আধিপত্য করলেও সুযোগ কাজে লাগাতে পারছিল না শেখ জামাল। ৪৮তম মিনিটে সলোমন কিংয়ের ফ্রি-কিক লক্ষ্যভ্রষ্ট হয়। ৫৫তম মিনিটে গাম্বিয়ার আরেক ফরোয়ার্ড এবু কাতেনের হেডও উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে। ৭৬তম মিনিটে বালো ফামুসার হেড শেষ মুহূর্তে ফিস্ট করে ফেরান শেখ জামাল গোলরক্ষক সামিয়ুল ইসলাম মাসুম। ১৪ ম্যাচে তিন জয় ও ছয় ড্রয়ে ১৫ পয়েন্ট সংগ্রহ শেখ জামালের। চারটি করে জয় ও ড্রয়ে মুক্তিযোদ্ধা সংসদের সংগ্রহ ১৬ পয়েন্ট।

এদিকে দিনের অন্য ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে তলানির দল টিম বিজেএমসিকে ৩-০ গোলে হারায় সাইফ স্পোর্টিং ক্লাব। ১৪ ম্যাচে ৯ জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট তাদের। ম্যাচের চতুর্থ মিনিটে ডি বক্সের বেশ বাইরে থেকে ফ্রি-কিকে আদায় করা গোলে দলকে এগিয়ে নেন উজবেকিস্তানের ফরোয়ার্ড জকিরভ ওতাবেক। ৩৪তম মিনিটে ওতাবেকের কর্নারে কলম্বিয়ার ফরোয়ার্ড দেইনের আন্দ্রেস করদোবা হেডে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ দিকে তৃতীয় গোলটি করেন সাইফের ব্রাজিলিয়ান তারকা আলেসান্দ্রো চেলিন।
আজকের খেলা
মোহামেডান-আরামবাগ (সাতটা)
বঙ্গবন্ধু স্টেডিয়াম, ঢাকা
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status