খেলা

এএইচএফ নির্বাহীর সঙ্গে সাঈদের সাক্ষাৎ

স্পোর্টস রিপোর্টার

১৭ মে ২০১৯, শুক্রবার, ৯:৩৫ পূর্বাহ্ন

দায়িত্ব নিয়েই নারী খেলোয়াড়দের প্রশিক্ষণ ক্যাম্প শুরু করেছেন ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ। ভিশন ২০২৬ সামনে রেখে পথচলা শুরু হলো মেয়েদের হকির। এবার আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে কাজ শুরু করেছেন হকি ফেডারেশন নবনির্বাচিত কমিটি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগামী আসর ছাড়াও বয়সভিত্তিক এশিয়া কাপ ও বয়সভিত্তিক বিশ্বকাপ আয়োজন করতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন। এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) এর প্রধান নির্বাহী কর্মকর্তা তৈয়ব ইকরামের কাছে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ। গতকাল মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএইচএফ-এর প্রধান কার্যালয়ে তৈয়ব ইকরামের সঙ্গে এনিয়ে কথা বলেন মমিনুল হক সাঈদ। রাজনৈতিক উত্তাপের কারণে অনেক দিন ধরেই বন্ধ ভারত-পাকিস্তানের ক্রীড়া সম্পর্ক। বিষয়টি নিয়েও এশিয়ান হকি ফেডারেশন কর্তার সঙ্গে কথা বলেন সাঈদ। জানান, নিরপেক্ষ ভেন্যু হিসাবে ভারত-পাকিস্তানের ম্যাচ আয়োজন করতে চায় বাংলাদেশ। একইসঙ্গে রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের একাংশে ইনডোর হকি ট্রেনিং গ্রাউন্ড স্থাপন করতে চায় ফেডারেশন। এনিয়ে এফআইএইচ-এর সহযোগিতায় চেয়েছেন তিনি। প্রতিটি বিষয়েই হকি ফেডারেশনকে সহায়তার আশ্বাস দিয়েছে এশিয়ান হকির সর্বোচ্চ সংস্থা। এদিকে ইনডোর হকিতে অংশ নেয়ার আগে কোচিংয়ে সহায়তার জন্য থাইল্যান্ড হকি ফেডারেশনের সভাপতির সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আবদুর রশিদ শিকদার। আগামী ১৫ থেকে ২২শে জুলাই ব্যাংককে হবে এশিয়ান ইনডোর হকি। আমরা এ টুর্নামেন্টে প্রথমবারের অংশ নিবে বাংলাদেশ। এ টুর্নামেন্টের আগে বিদেশি কোচ আনার উদ্যোগ নিয়েছি ফেডারেশন। তারই ধারাবাহিকতায় এই সাক্ষাৎ বলে জানান আবদুর রশিদ শিকদার। আয়োজক দেশের হকির বস বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ১লা জুলাই দল থাইল্যান্ড পাঠিয়ে দেয়া। এখানে এসে তারা অনুশীলন করবে, প্র্যাকটিস ম্যাচ খেলবে। তারপর অংশ নেবে টুর্নামেন্টে। থাই হকি এসোসিয়েশনের প্রেসিডেন্ট আমাকে বলেছেন বাংলাদেশ দলের আবাসনের জন্য একটি রিসোর্টের ব্যবস্থা করে দেবেন।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status