খেলা

গ্রেটদের কাতারে মুশফিক

স্পোর্টস রিপোর্টার

১৭ মে ২০১৯, শুক্রবার, ৯:৩২ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডেতে ৫০০০ রান পূর্ণ করেছেন আরও আগেই। তবে, ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে নৈপুণ্য নিয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহীম। ক্রিকেট ইতিহাসের পঞ্চম উইকেটরক্ষক হিসেবে ওয়ানডেতে ৫০০০ রান পূর্ণ করেছেন মুশফিক। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে খেলার বাইরে মুশফিক কিছু ম্যাচে শুধু ব্যাটসম্যান হিসেবেও খেলেছেন। উইকেটের পেছনে অন্য কেউ তার দায়িত্ব পালন করেছিলেন। উইকেটরক্ষক এবং ব্যাটসম্যান হিসেবে মুশফিক সবশেষ ম্যাচে স্পর্শ করেছেন দারুণ এ মাইলফলক।
জাতীয় দলের জার্সি গায়ে মুশফিক খেলেছেন ২০৪টি ওয়ানডে ম্যাচ। এর মাঝে উইকেটরক্ষক হিসেবে খেলেছেন ১৯২টি ম্যাচ। ১৯২টি ম্যাচের ১৭৯ ইনিংসে ৩৩.৭৮ ব্যাটিং গড়ে ৫০০০ রান পূর্ণ করেছেন মুশফিক। এই তালিকায় শীর্ষে লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। উইকেটরক্ষক এই কিংবদন্তি ৩৬০ ওয়ানডে ম্যাচের ৩৪০ ইনিংসে করেছেন ১৩ হাজার ৩৪১ রান। সাঙ্গাকারার ব্যাটিং গড় ৪৩.৭৪। দুইয়ে থাকা ভারতের মহেন্দ্র সিং ধোনি ৩৪১ ম্যাচ খেলে ৫০.৭২ গড়ে করেছেন ১০ হাজার ৫০০ রান। তিনে থাকা অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ৩৫.৬৪ গড়ে ২৮২ ম্যাচে করেছেন ৯ হাজার ৪১০ রান। চারে থাকা জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার ১৮৬ ম্যাচ খেলে ৩৪.৫৮ গড়ে করেছেন ৫ হাজার ৮৪৫ রান। পাঁচে উঠে আসা মুশফিক সবশেষ ম্যাচে করেছেন ৩৫ রান। তাতে ওয়ানডেতে তার মোট রান বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫২২। যেখানে গড় ৩৪.৯৪। ওয়ানডে ক্যারিয়ারে ৬টি সেঞ্চুরিসহ মুশফিকের নামের পাশে আছে ৩৩টি ফিফটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status