বাংলারজমিন

নান্দাইলে নতুন ঘর পেলো ৪৪১ পরিবার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

১৭ মে ২০১৯, শুক্রবার, ৯:২৯ পূর্বাহ্ন

নান্দাইল উপজেলার ঘরহীন মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নান্দাইল উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় গৃহহীন ৪৪১টি পরিবারকে নতুন ঘর তৈরি করে দিয়েছেন। গৃহহীন পরিবারগুলো ঘর পাওয়ায় হাসি ফুটেছে দরিদ্র পরিবারের সদস্যদের মুখে। তারা মাথা গোঁজার ঠাঁই পেয়ে এখন আনন্দে আত্মহারা। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় তাদের এসব ঘর নতুন তৈরি করে দেয়া হয়েছে। ১ লাখ টাকায় প্রত্যেক পরিবারকে একটি করে সেমি পাকা টিনশেড ঘর তৈরি করে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে গৃহ নির্মাণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ৪ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে বীরবেতাগৈর ইউনিয়নে ৩২টি, মোয়াজ্জেমপুর ইউনিয়নে ৪২টি, নান্দাইল ইউনিয়নে ৩৪টি, চণ্ডীপাশা ইউনিয়নে ২৬টি, রাজগাতী ইউনিয়নে ৩৮টি, আচারগাঁও ইউনিয়নে ৩২টি, সিংরইল ইউনিয়নে ৪২টি, শেরপুর ইউনিয়নে ৩৫টি, মুশুল্লী ইউনিয়নে ২৫টি, গাঙ্গাইল ইউনিয়নে ২২টি, খারুয়া ইউনিয়নে ৩৬টি, জাহাঙ্গীরপুর ইউনিয়নে ২০টি,  চর বেতাগৈর ইউনিয়নে ৩০টি ও পৌরসভায় ২৭টি সহ মোট ৪৪১টি পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।
 গৃহহীন এসব দরিদ্র পরিবারের সদস্যরা ভিটামাটিতে ছাপড়া বানিয়ে বা অন্যের বাড়িতে বসবাস করতেন। তারা কোনোদিন আশা করেননি বা স্বপ্নও দেখেনি পাকা ঘরে ঘুমানোর। আজ তাদের কষ্ট লাঘব হয়েছে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহ্‌দী ইমাম জানান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রের যাচাই বাছাই তালিকার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা অনুযায়ী ৪৪১টি গৃহহীন পরিবারের জন্য সেমিপাকা ঘর  নির্মাণ করে দেয়া হয়েছে। যার সুফল ভুক্তভোগী পরিবার ভোগ করছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status