বিশ্বজমিন

হুয়াওয়ে ও ৭০ প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত

মানবজমিন ডেস্ক

১৬ মে ২০১৯, বৃহস্পতিবার, ১২:০১ অপরাহ্ন

চীনের প্রযুক্তি বিষয়ক কোম্পানি হুয়াওয়ে ও এর সঙ্গে সংশ্লিষ্ট ৭০টি প্রতিষ্ঠানকে বাণিজ্যে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বুধবার তাদেরকে এ তালিকায় তুলেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, হুয়াওয়ে টেকনোলজি কোম্পানি লিমিটেড ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট ৭০টি প্রতিষ্ঠানকে ‘এনটিটি লিস্টে’ তোলা হয়েছে। এর অর্থ হলো, এসব কোম্পানি সরকারের অনুমোদন ব্যতিরেকে যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কাছ থেকে যন্ত্রাংশ অথবা উপাদান কিনতে পারবে না। এ বিষয়টি কয়েকদিনের মধ্যে কার্যকর হবে। এর ফলে যুক্তরাষ্ট্রের কোনো প্রযুক্তি কিনতে হলে হুয়াওয়ের থাকতে হবে মার্কিন সরকারের লাইসেন্স।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status