খেলা

জাতীয় জুনিয়র দাবা শুরু

স্পোর্টস রিপোর্টার

১৬ মে ২০১৯, বৃহস্পতিবার, ৯:৪৫ পূর্বাহ্ন

একশ’ দাবাড়ুদের অংশগ্রহণে শুরু হয়েছে জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা প্রতিযোগিতা। এদের মধ্যে ৭০ জন বালক ও ৩০ জন বালিকা দাবাড়ু। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. জাফর উদ্দিন। ১৯৭৯ সাল থেকে জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এবারের এই জাতীয় জুনিয়র (উন্মুক্ত ও মহিলা) দাবা প্রতিযোগিতায় ঢাকা শহর ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত দাবাড়ুরা অংশ নিচ্ছেন। এবারের প্রতিযোগিতা দুটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। একটি উন্মুক্ত ও অপরটি মহিলা। উন্মুক্ত বিভাগে খেলা হবে ৮ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে। আর মহিলা বিভাগে খেলাও হবে ৮ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে। আজ টুর্নামেন্টের খেলা শুরু হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status