খেলা

আয়ারল্যান্ড থেকে ফিরছেন নান্নু যাচ্ছেন বাশার

স্পোর্টস রিপোর্টার

১৫ মে ২০১৯, বুধবার, ৯:৩২ পূর্বাহ্ন

আগামী ১৭ই মে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। এরপরই দেশে ফিরে আসছেন ম্যানেজারের দায়িত্বে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বিশ্বকাপের আগে ২৬শে মে কার্ডিফে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ রয়েছে। এর আগেই ইংল্যান্ডে পাড়ি জমাবেন হাবিবুল বাশার। প্রস্তুতি ম্যাচসহ বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচে নির্বাচক হিসেবে দলের সঙ্গে থাকবেন তিনি। এরপর ১৭ই জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ম্যাচ থেকে আবার দলের সঙ্গে যুক্ত হবেন প্রধান নির্বাচক নান্নু। তিনি বলেন, ‘ঈদুল ফিতরের পর হাবিবুল বাশার সুমন ১১ই জুন শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ম্যাচে নির্বাচক হিসেবে দলের সঙ্গে থাকবেন। তারপর আবার আমি যাব।’
বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজারের ভূমিকায় দেখা যাবে খালেদ মাহমুদ সুজনকে। ইংল্যান্ডে শেষবার বিশ্বকাপ খেলতে গিয়ে ইতিহাসের অন্যতম সেরা জয় পেয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে টাইগাররা হারিয়ে দিয়েছিল পরাশক্তি পাকিস্তানকে।
নর্দাম্পটনে অনুষ্ঠিত ওই ম্যাচে ব্যাট হাতে ২৭ রান ও বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন সুজন। এবারের আসর রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে হওয়ায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। ৫ই জুলাই ক্রিকেটের স্বর্গ লর্ডসে মুখোমুখি হবে দু’দল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status