খেলা

চ্যাম্পিয়ন্স লীগে নিষিদ্ধ হতে যাচ্ছে ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক

১৪ মে ২০১৯, মঙ্গলবার, ৪:০৬ পূর্বাহ্ন

আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগ খেলতে পারবে তো ম্যানচেস্টার সিটি? টানা দুইবারের ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন ম্যান সিটির বিরুদ্ধে আর্থিক বিধিনিষেধ ভঙ্গের অভিযোগ তুলেছে ইউরোপিয়ান ফুটবল সংস্থা (উয়েফা)। আর এই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে চ্যাম্পিয়ন্স লীগের একটি পুরো মৌসুমের জন্য নিষিদ্ধ হবে ম্যানচেস্টার সিটি। তবে কোন মৌসুমে নিষিদ্ধ হতে পারে তা স্পষ্ট নয়। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয় আগামী মৌসুম কিংবা ২০২০-২১ মৌসুমের জন্য নিষিদ্ধ করা হতে পারে সিটিকে। উয়েফার  প্রধান তদন্তকারী ও সাবেক বেলজিয়ান প্রধানমন্ত্রী ইয়েভেস লেত্রেমে সংবাদমাধ্যমকে বলেন, ‘যা লেখা হয়েছে তা সত্য হলে বড় রকমের সমস্যা হতে পারে। ম্যানচেস্টার সিটির সর্বোচ্চ শাস্তি হতে পরে। চ্যাম্পিয়ন্স লীগ থেকে তারা বাদও পড়তে পারে।’

ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ এবং উয়েফা আর্থিক বিভাগের তদন্তকারীরা গত কয়েক মাস ধরে সিটির ব্যাংক হিসাবে নানা অনিয়ম নিয়ে তদন্ত করছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে সিটির বিপক্ষে অভিযোগ, চার বছর আগে তারা খেলোয়াড় কেনাবেচার জন্য ক্লাবের মালিকের ৬০ মিলিয়ন পাউন্ড নেয়। কিন্তু সে অর্থ স্পনসরশিপের অর্থ দেখানো হয়। এছাড়াও ২০১৪ সালে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়ম ভেঙে সিটি ১৮৮ মিলিয়ন ইউরোর বেশি খরচ করেছিল বলেও প্রতিবেদনে দাবি করা হয় । তবে এই বিষয়ে ম্যানচেস্টার সিটি ক্লাব থেকে জানানো হয়, ‘ক্লাবকে বদনাম করতে এমন করা হচ্ছে। এবং ক্লাবের সকল লেনদেন পরিষ্কার।’

এবারের চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে বিদায় নেয় সিটিজেনরা। তবে হাড্ডাহড্ডি লড়াইয়ের পর টানা দ্বিতীয়বার প্রিমিয়ার লীগ শিরোপা জিতে নিয়েছে ম্যানচেস্টার সিটি। এর আগে ফেব্রুয়ারিতে চেলসিকে হারিয়ে লীগ কাপের শিরোপা জিতেছিল সিটি। আর আগামী শনিবার এফএ কাপের ফাইনালে ওয়ার্টফোর্ডের মুখোমুখি হবে সিটিজেনরা। এই ফাইনালে জিতলে ঘরোয়া  ‘ট্রেবল’ নিশ্চিত করবে ম্যান সিটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status