বিশ্বজমিন

ক্রাইস্টচার্চ হামলাকারীর বিষয়ে আরো তদন্ত

মানবজমিন ডেস্ক

১৩ মে ২০১৯, সোমবার, ২:৫৭ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলাকারী সন্ত্রাসী ব্রেনটন টেরেন্টের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে নিউজিল্যান্ডের রয়েল কমিশন। এ কমিশন তার কর্মকা-, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ও আন্তর্জাতিক সংযোগের বিষয় খতিয়ে দেখবে। প্রধানমন্ত্রী জাসিনদা আরডেন যখন ফ্রান্সে একটি বৈঠকের সহআয়োজন করছেন সোমবার তখন এই তদন্ত শুরু করেছে কমিশন। ওই বৈঠকে অনলাইনে সহিংসতা মোকাবিলায় বৈশ্বিক সমর্থন পাওয়ার চেষ্টা করছেন আরডেন।  

গত ১৫ই মার্চ ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জুমার নামাজ আদায়রত মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি করে ব্রেনটন টেরেন্ট। সেই দৃশ্য ফেসবুকে লাইভ সম্প্রচার করে। এতে বেশ কয়েকজন বাংলাদেশী সহ নিহত হন কমপক্ষে ৫১ মুসল্লি। এ বিষয়ে নিউজিল্যান্ডের রয়েল কমিশন তদন্ত করছে। এটি এ রকম দ্বিতীয় কমিশনের শুনানি। এ বিষয়ে প্রধানমন্ত্রী আরডেন বলেছেন, কমিশনের তদন্ত রিপোর্ট এটা নিশ্চিত করতে সহায়ক হবে যে, এখানে আর কখনো এমন হামলা হবে না। আগামী ১০ই ডিসেম্বর এই কমিশনের রিপোর্ট দেয়ার কথা রয়েছে সরকারের কাছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status