বাংলারজমিন

নবীগঞ্জে কাদির খুনের রহস্য উদ্‌ঘাটনে প্রেমিকা রিমান্ডে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে

১২ মে ২০১৯, রবিবার, ৯:৪০ পূর্বাহ্ন

 নবীগঞ্জে দেবপাড়া ইউনিয়নের দক্ষিণ হোসেনপুর গ্রামে প্রবাসী আবদুল কাদির (৩৫) খুনের ঘটনার রহস্য উদ্‌ঘাটনে প্রেমিকা ফুলেছা বেগমের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। খুনের মোটিভ উদ্‌ঘাটনে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) গোলাম দস্তগীর তাকে জিজ্ঞাসাবাদ করেন।  মোবাইল ফোনের কললিস্ট যাচাই করে তাকে গ্রেপ্তারের দাবি করে পুুলিশ। আদালত ও পুলিশ সূত্রে প্রকাশ, গত ৩রা এপ্রিল নিজ বাড়িতে খুন হন মৃত আমীর উদ্দিনের পুত্র কাদির মিয়া। তাকে বালিশ চাপা দিয়ে প্রতিপক্ষের লোকজন হত্যা করেছে মর্মে অভিযোগ উঠে। এ নিয়ে নিহতের ভাই আবুল হাসান বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় মামলা করেন। মৃত্যুর কয়েক ঘণ্টা পূর্বেও ধৃত প্রেমিকা একই গ্রামের মৃত সেবেদ মিয়ার কন্যা ফুলেছার সঙ্গে কথা বলার তথ্য উদ্‌ঘাটন করে পুলিশ। এরই জের হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মোবাইল কল লিস্টের সূত্র ধরে গত মঙ্গলবার নিহত কাদির মিয়ার প্রেমিকা ফুলেছা বেগমকে আটক করেন। এ সময় জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তা বলায় তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। মামলার মোটিভ উদ্‌ঘাটনে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে। এনিয়ে শুনানি শেষে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের নির্দেশনায় বৃহস্পতিবার তাকে কারাগার থেকে থানায় নিয়ে আসেন তদন্ত কর্মকর্তা গোলাম দস্তগীর। তবে মোটিভ উদ্‌ঘাটনে কোনো অগ্রগতি হয়নি মর্মে নিশ্চিত করেন থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন। স্থানীয় সূত্রে প্রকাশ, একই গ্রামের মৃত কালা মিয়া গংদের সঙ্গে নিহত কাদির মিয়া পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পরস্পরবিরোধী একাধিক মামলাও চলমান রয়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর পর প্রেমিকা ফুলেছা বেগম নিজেকে আড়ালে রাখার চেষ্টা করেন। মঙ্গলবার পালিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। উল্লেখ্য, ৩রা এপ্রিল কাদির মিয়ার মৃত্যুর খবর পেয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন, ওসি (তদন্ত) গোলাম দস্তগীর, গোপলার বাজার ফাঁড়ি ইনচার্জ কাওছার আলমসহ একদল পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতের ছুরতহাল তৈরি করে নিহতের লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়।  
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status