এক্সক্লুসিভ

কাতারের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এনআরবি চেয়ারপারসনের সাক্ষাৎ

মানবজমিন ডেস্ক

৫ মে ২০১৯, রবিবার, ৮:৫২ পূর্বাহ্ন

কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আলী বিন আহমেদ আল কুয়ারির সঙ্গে সাক্ষাৎ করেছেন এনআরবি চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরী। কাতারের রাজধানী দোহাতে এশিয়ান কো-অপারেশন ডায়ালগ (এসিডি)-এর বাণিজ্য বিষয়ক সম্মেলন চলাকালে তাদের মধ্যে বৈঠক হয়। বৈঠকে সেকিল চৌধুরী কাতারের মন্ত্রীর প্রতি বাংলাদেশি ব্যবসায়ী, কর্মকর্তা ও পরিদর্শকদের জন্য অন-এরাইভাল ভিসা পাওয়ার সুযোগ সৃষ্টির আহ্বান জানান। তিনি বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর মতো বাংলাদেশকেও এমন সুযোগ দেয়া হলে দুদেশের মধ্যে ব্যবসা ও অর্থনৈতিক সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।
কাতারের মন্ত্রী কুয়ারি এ বিষয়ে তাকে আশ্বস্ত করেছেন। কুয়ারি জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এ বিষয়ে তার সরকারের সঙ্গে ইতিবাচকভাবে কথা বলবেন। এনআরবি চেয়ারম্যান সেকিল চৌধুরী এসিডি আয়োজিত বিশেষ বাণিজ্য সম্মেলনে যোগ দিতে কাতারের রাজধানী দোহাতে অবস্থান করছেন। ২রা মে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status