বাংলারজমিন

ফায়ার সার্ভিসকে ১০০০ ফায়ার ফাইটার মোটরসাইকেল দিলো চীন

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

৩ মে ২০১৯, শুক্রবার, ৯:৪৮ পূর্বাহ্ন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে এক হাজার ফায়ার ফাইটার মোটর সাইকেল উপহার দিয়েছে চীন সরকার। দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছুনো ও তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে গুরুত্বপর্ণ ভূমিকা রাখবে আধুনিক এই ফায়ার ফাইটার  মোটরসাইকেল। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রূপগঞ্জের পূর্বাচল ক্যাম্পাসে চীন সরকারের পক্ষ থেকে এসব মোটরসাইকেলের বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. চ্যাং উই। এ সময় রাষ্ট্রদূত মি. চ্যাং উই বলেন, চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘদিনের। বন্ধুত্বের ধারাবাহিকতায় দু‘দেশের মাঝে অসংখ্য উন্নয়ন, নির্মাণসহ ব্যবসা বাণিজ্য চলমান রয়েছে। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন অগ্নি দুর্ঘটনায় চীন সরকার দারুণভাবে শোকাহত। বন্ধু রাষ্ট্রকে সহায়তা স্বরূপ বাংলাদেশ ফায়ার সার্ভিসকে চীনের এই উপহার।  ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, দেশের যে কোন জাতীয় দুর্যোগে চীন সর্বদা আমাদের সহযোগিতার হাত বাড়িয়েছেন। রানা প্লাজার দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে অ্যাম্বুলেন্স, গাড়ি, এক্সক্লেভেটরসহ বিভিন্ন অগ্নিনির্বাপণ ও উদ্ধার সামগ্রী যন্ত্রাংশ উপহার দিয়েছেন। এ ধারা আজও অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আধুনিকায়নে উন্নত এই ফায়ার ফাইটার মোটরসাইকেল উপহার দেয়ার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক চীন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status