বাংলারজমিন

দোহারে অগ্নিকাণ্ডে একটি মাদ্‌রাসা পুড়ে ছাই

দোহার (ঢাকা) প্রতিনিধি

৩ মে ২০১৯, শুক্রবার, ৯:৪৬ পূর্বাহ্ন

ঢাকার দোহার উপজেলার পশ্চিম নূরপুর এলাকায় হযরত আবদুল্লাহ ইব্‌নে মাস্‌উদ (রা:) নূরানী মাদ্‌রাসায় বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দোহার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে ছুটে দুইঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় টিনশেটের ৬ টি কক্ষ বিশিষ্ট মাদ্‌রাসার সমস্ত আসবাবপত্র, কোরআন ও হাদীস শরীফ পুড়ে গেছে। মাদ্‌রাসার পরিচালক হাফেজ মো. এমদাদুল হক বলেন, মাদ্‌রাসাটি গত একবছর ধরে চালু হয়েছে। এখানে শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ক্লাস চলতো। গত ২৫শে এপ্রিল থেকে মাদ্‌রাসাটিতে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। গতকাল তালিমা হাদিস ও আদিয়াসালাহ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু আগুনে পুড়ে সব শেষ। এখন শিক্ষার্থীরা কীভাবে পরীক্ষা দিবে আমরা ওদের কীভাবে পরীক্ষা নেবো এই টেনশন কাজ করছে। এ ঘটনায় গতকাল প্রতিষ্ঠানটির বার্ষিক পরীক্ষার তালিমা হাদিস ও আদিয়াসালাহ পরীক্ষা স্থগিত করেছেন কর্তৃপক্ষ।
স্থানীয়দের দাবি আগুনের ঘটনা  কেউ পরিকল্পিতভাবে ঘটিয়েছে। তবে ফায়ার সার্ভিস বলছে আমরা এখনো বুঝতে পারছি না আগুন কীভাবে লাগলো। তবে  দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status