ষোলো আনা

স্ম র ণ

মাহফুজ উল্লাহ

ষোলো আনা ডেস্ক

৩ মে ২০১৯, শুক্রবার, ৯:১৮ পূর্বাহ্ন

স্পষ্টভাষী মাহফুজ উল্লাহর জন্ম ১৯৫০ সালে নোয়াখালীতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কর্মী হিসেবে অংশ নিয়েছিলেন ঊনসত্তরের ১১ দফা আন্দোলনে। আইয়ুব খানের শাসনামলে তাকে ঢাকা কলেজ থেকে বহিষ্কার করা হয়েছিল। তিনি পরে ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

ছাত্রাবস্থাতেই তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িয়ে পড়েন। সাপ্তাহিক বিচিত্রার জন্মলগ্ন (১৯৭২) থেকে জড়িত ছিলেন। এ ছাড়াও কাজ করেছেন বিভিন্ন বাংলা ও ইংরেজি দৈনিকে। বাংলাদেশে তিনিই পরিবেশ সাংবাদিকতার সূচনা করেন। তিনি চীনে বিশেষজ্ঞ হিসেবে, কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি বিভিন্ন বিষয়ে বাংলা ও ইংরেজি ভাষায় পঞ্চাশের অধিক বই লিখেছেন।

মাহফুজ উল্লাহ মৃত্যুবরণ করেন গত ২৭শে এপ্রিল। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। সাংবাদিকতার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন তিনি। তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে শিক্ষকতায় যুক্ত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status