ভারত

মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা জাতিসংঘের

কলকাতা প্রতিনিধি:

১ মে ২০১৯, বুধবার, ৮:৩৮ পূর্বাহ্ন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর পাকিস্তান সমর্থিত জৈইশ ই মোহম্মদ জঙ্গি গোষ্ঠীর প্রধান মাসুদ আজহারকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। এর আগেই জৈইশ ই মোহম্মদকে জাতিসংঘ আন্তর্জাতিক জঙ্গী গোষ্ঠী হিসেবে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। তবে মাসুদের ব্যাপারে এতদিন ধরে চীন আপত্তি জানানোতেই মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছিল না। ২০০৯, ২০১৬ এবং ২০১৭ সালে বারে বারে চীন নিরাপত্তা পরিষদের বৈঠকে মাসুদের ব্যাপারে ভেটো প্রয়োগ করেছে। সম্প্রতি চীন নমনীয় নীতি নিয়ে মাসুদের ব্যাপারে টেকনিক্যাল আপত্তি তুলে নেওয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষে মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসীর তালিকায় আনা সম্ভব হয়েছে। এর ফলে মাসুদের সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা সম্ভব হবে। ভারত এটিকে তাদের কূটনৈতিক সাফল্য হিসেবে মনে করছে। জাতিসংঘে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সৈয়দ আকবরউদিদন এক টুইট বার্তায় মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণায় ছোট-বড় সকলেই একজোট হয়েছিলেন বলে জানিয়েছেন। এজন্য তিনি সকলকে ধন্যবাদও জানিয়েছেন। মাসুদ আজাহারকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে ঘোষণার জন্য পশ্চিমী দেশগুলিও চাপ সৃষ্টি করেছিল। মার্চ মাসে আমেরিকা, বৃটেন এবং ফ্রান্স মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণার প্রস্তাব এনেছিল। সেই প্রস্তাবে পদ্ধতিগত ত্রুটির কথা বলে সেই আপত্তি জানিয়েছিল চীন। গত মঙ্গলবারই চীন জানিয়েছিল, মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার পক্ষে সদর্থক অগ্রগতি হয়েছে। ফলে বুধবার চীন কোন আপত্তি না জানানোয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে মাসুদের সব সম্পত্তি বাজেয়াপ্ত হবে, তার বিরুদ্ধে অস্ত্র ক্রয়ে নিষেধাজ্ঞা থাকবে এবং সে কোথাও ভ্রমণ করতে পারবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status