খেলা

মাদক গ্রহণের শাস্তি বিশ্বকাপ দল থেকে বাদ হেলস

স্পোর্টস ডেস্ক

৩০ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ১০:০০ পূর্বাহ্ন

ডোপ পাপের আরো বড় শাস্তি পেলেন অ্যালেক্স হেলস। ইংল্যান্ডের বিশ্বকাপ দল থেকে বাদ দেয়া হয়েছে এ ক্রিকেটারকে। ড্রাগস গ্রহণের দায়ে দুদিন আগে হেলসকে তিন সপ্তাহের নিষেধাজ্ঞা দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গতকাল ইসিবির বিবৃতিতে বলা হয়, হেলসকে বাদ দেয়ার (বিশ্বকাপ দল থেকে) সিদ্ধান্ত নিয়েছেন বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলে জাইলস ও নির্বাচকদের প্রধান এড স্মিথ। দলের মধ্যে কাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করার ব্যাপারে গুরুত্ব দেয়া হয়েছে।
বিশ্বকাপের মতো বিশাল মঞ্চ সামনে রেখে গত সপ্তাহে ক্রিকেট থেকে দূরে সরে যাওয়ার আচমকা সিদ্ধান্ত জানান অ্যালেক্স হেলস। এতে খটকা লেগেছিল বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের।   বলা হচ্ছিল, সাবেক ইংলিশ ক্রিকেটার মার্কাস ট্রেসকোথিক, জনাথন ট্রটের মতো হেলসও মানসিক অবসাদে ভুগছেন। কিন্তু হেলসের গোমর ফাঁস করে ইংলিশ  দৈনিক গার্ডিয়ান। জানানো হয়, অবসাদ নয়, মাদক সেবন করার দায়ে তিন সপ্তাহের নিষেধাজ্ঞা পোহাচ্ছেন অ্যালেক্স হেলস।  ২০১৬তে নিরাপত্তার অজুহাতে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়ান অ্যালেক্স হেলস। যদিও সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলতে আসেন এ ইংলিশ ব্যাটসম্যান। এবারের বিশ্বকাপে জেসন রয় আর জনি বেয়ারস্টোর সঙ্গে ব্যাক-আপ ওপেনার হিসেবেই দলে জায়গা পেয়েছিলেন হেলস। গত সপ্তাহে হেলসের কাউন্টি দল নটিংহ্যামশায়ারের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, ‘অ্যালেক্স হেলস ব্যক্তিগত কারণে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিচ্ছেন। সে কবে ফিরবে, তা বলা যাচ্ছে না।’ কিন্তু ইংলিশ পত্রিকা গার্ডিয়ান জানায়, মাদক সেবন করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে ধরা পড়েছেন হেলস। ইতিমধ্যে দুবার ডোপ টেস্টে পজিটিভও হয়েছেন। ফলে নিয়মানুযায়ী তিন সপ্তাহের নিষেধাজ্ঞা ও বাৎসরিক বেতনের ৫% জরিমানা হয় হেলসের।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংলিশরা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আগামী ৩০শে মে। আগামী সপ্তাহে কার্ডিফে অনুশীলন শুরু করবে ইংল্যান্ড দল। বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে ইংলিশরা।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status