বাংলারজমিন

১০ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড কমলগঞ্জের দুই ইউনিয়ন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

২৯ এপ্রিল ২০১৯, সোমবার, ৯:০৮ পূর্বাহ্ন

রোববার দুপুরে কমলগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে উপজেলার পতনউষার ও সমশেরনগর ইউনিয়ন লণ্ডভণ্ড করে দিয়েছে। ঝড়ে এ দুটি ইউনিয়নের প্রায় দুই শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কমলগঞ্জ পৌরসভা ও মুন্সিবাজার ইউনিয়নের বহু ঘরবাড়ি। প্রচণ্ড বেগে বয়ে যাওয়া এ কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে ও ভেঙে সিলেট রেল পথের রেললাইনের উপরে পড়ায় সিলেটের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় ঢাকাগামী আন্তঃনগর পারাবত ট্রেন কুলাউড়া ও সিলেটগামী পাহাড়িকা শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে। পরে  রেলওয়ে শ্রমিকরা রেললাইনের ওপর থেকে গাছ কেটে সরিয়ে নেয়ার প্রায় আড়াই ঘণ্টা পর সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে  রেলওয়ের শ্রীমঙ্গল জোনের উপসহকারী প্রকৌশলী মনির হোসেন জানান। ঝড়ে গাছপালা ভেঙে পল্লী বিদ্যুৎ সমিতির ১১ কেভির সঞ্চালন লাইনের উপর পড়ে বিদ্যুৎ ব্যবস্থা লণ্ডভণ্ড করায় সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত কমলগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়ের সাথে ছিল বিকট শব্দের বজ্রপাত। এতে উপজেলাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পতনউষার ইউনিয়নের পতনউষার, শ্রীরামপুর, চন্দ্রপুর, ধোপাটিলা, রসুলপুর, বৃন্দাবনপুর, দক্ষিণপল্কীসহ ১০টি গ্রাম। ঝড়ে বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে উড়ে গেছে কমলগঞ্জ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের আধাপাকা একাডেমিক ভবনের চাল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status