দেশ বিদেশ

রূপগঞ্জে ডিশ মিঠু অস্ত্রসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

২৮ এপ্রিল ২০১৯, রবিবার, ১০:০০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের মূর্তিমান আতঙ্ক, হত্যা, ডাকাতিসহ অসংখ্য মামলার পলাতক আসামি এবং পূর্বাচলের ভূইফোড় আবাসন প্রতিষ্ঠান ট্রাস্ট সিটির পালিত সন্ত্রাসী ডিশ মিঠুকে আটক করেছে র‌্যাব-৩। এসময় তার কাছ থেকে ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এদিকে মিঠুর গ্রেপ্তারের খবরে এলাকায় আনন্দ মিছিল করেছে স্থানীয়রা। শনিবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী এলাকা থেকে তাকে আটক করা হয়।
র‌্যাব-৩, সিপিসি-২ এর সুবেদার শহিদউল্যাহ জানান, রাউজকের পূর্বাচল নতুন শহরে স্থানীয় হিরনাল এলাকার তারা মিয়ার ছেলে ডিশ মিঠু ও তার বাহিনীর লোকজন সন্ত্রাসী কর্মকান্ডের পাশাপাশি অস্ত্র ও মাদক ব্যবসা করে আসছিল বলে র‌্যাবের কাছে খবর ছিল। পাশাপাশি ট্রাস্ট সিটি নামক একটি আবাসন প্রতিষ্ঠানের পক্ষে সাধারন কৃষকদের জমি জোরপূর্বক দখল করে নিচ্ছিলো মিঠু বাহিনী। পরে র‌্যাব-৩ এর সদস্যরা মিঠু ও তার বাহিনীর উপর নজরদারি শুরু করে। শনিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালনী এলাকায় অভিযান চালিয়ে মিঠুকে আটক করে র‌্যাব। পরে তার স্বীকারোক্তি অনুসারে কালনীস্থ মিঠুর ব্যক্তিগত অফিস তল্লাশি করে ২ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেন তারা। রাত  ৭টার দিকে মিঠুকে রূপগঞ্জ থানায় সোপর্দ করেন র‌্যাব। এদিকে মিঠুর গ্রেপ্তারের সংবাদে এলাকার নির্যাতিত অসংখ্য মানুষ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কালনী এলাকায় আনন্দ মিছিল বের করে। আটক মিঠুর বিরুদ্ধে একাধিক হত্যাসহ অন্তত এক ডজন মামলা রয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status