বিনোদন

সরকারি অনুদান পেলো পাঁচ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার

২৭ এপ্রিল ২০১৯, শনিবার, ৭:৫০ পূর্বাহ্ন

১৯৭৬-৭৭ অর্থবছর থেকে সুষ্ঠু ও ভালো মানের চলচ্চিত্র উপহার দেয়ার লক্ষ্যেই দেশীয় চলচ্চিত্রে সরকারি অনুদানের প্রথা চালু হয়। ২০১০ সাল থেকে অনুদানের অর্থের পরিমাণ ৩৫ লাখ টাকা এবং সঙ্গে ১০ লাখ টাকার কারিগরি সুবিধা চালু হয়। বর্তমানে অনুদানের পরিমাণ বাড়িয়ে ৬০ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে জানানো হয় চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং বাংলাদেশের সংস্কৃতি সমুন্নত রাখার লক্ষ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’র সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ২০১৮-১৯ অর্থ বছরে শিশুতোষ শাখায় ১টি, প্রামাণ্যচিত্র শাখায় ২টি এবং সাধারণ শাখায় ৫টি চলচ্চিত্রকে বাছাই করে অনুদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। তথ্যমন্ত্রণালয় থেকে জানানো হয়, শিশুতোষ শাখায় এবার অনুদান পেয়েছে পরিচালক আবু রায়হান মো. জুয়েলের ‘নসু ডাকাত কুপোকাত’। প্রামাণ্যচিত্র শাখায় অনুদান পেয়েছে হুমায়রা বিলকিসের ‘বিলকিস এবং বিলকিস’ ও পূরবী
মতিনের ‘খেলাঘর’। সাধারণ শাখায় সারাহ বেগম কবরীর ‘এই তুমি সেই তুমি’ চলচ্চিত্রটি ছাড়াও অনুদান পেয়েছে মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’, আকরাম খানের ‘বিধবাদের কথা’, কাজী মাসুদের প্রযোজনা ও হোসনে মোবারক রুমির ‘অন্ত্যোষ্টিক্রিয়া’, লাকী ইনামের প্রযোজনায় এবং হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১ সেইসব দিন’। জানা যায়, এসব চলচ্চিত্রের মধ্যে নন্দিত অভিনেত্রী সারাহ বেগম কবরী তৃতীয় বার ‘এই তুমি সেই তুমি’ নামের চলচ্চিত্রের চিত্রনাট্য জমা দিয়ে ২০১৮-২০১৯ অর্থবছরে অনুদান পেয়েছেন। বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, চলতি অর্থ বছরে সাধারণ শাখায় তার চলচ্চিত্রটি ৫০ লাখ টাকা অনুদান পেয়েছে। পরিচালনার পাশাপাশি এ চলচ্চিত্রের গল্প, সংলাপ, চিত্রনাট্যও কবরীর। এর আগেও সরকারি অনুদানের জন্য এই ছবির চিত্রনাট্য তিনি জমা দিয়েছিলেন; নিয়ম মেনে অনুদান কমিটি থেকে পদত্যাগও করেছিলেন তৎকালীন সংসদ সদস্য কবরী। অনুদান না পাওয়ায় গণমাধ্যমে আক্ষেপ প্রকাশ করেছিলেন আজীবন সম্মাননা পাওয়া এ অভিনেত্রী। অবশেষে এবার তিনি অনুদান পেলেন। এদিকে, প্রথমবার অনুদানের চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির ও অভিনেত্রী হৃদি হক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status