এক্সক্লুসিভ

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের অভ্যর্থনা দেয়া হয়: মোদি

কলকাতা প্রতিনিধি

২৬ এপ্রিল ২০১৯, শুক্রবার, ৮:১৩ পূর্বাহ্ন

লোকসভা ভোটের প্রচারে পশ্চিমবঙ্গে এসে আরো একবার চিটফান্ড দুর্নীতি  নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা  করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার বীরভূমের বাজার ও  নদীয়া জেলার রানাঘাটে দুটি জনসভায় মোদি ভাষণ দিয়েছেন। মোদি তৃণমূল কংগ্রেসের গুণ্ডাগিরির বিরুদ্ধে এদিন সরব হয়েছেন। তিনি বলেছেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এমন বাংলার স্বপ্ন দেখেছিলেন,  যেখানে কাউকে মাথা নত করে থাকতে হয় না। কিন্তু বাংলায় তৃণমূলের গুণ্ডাদের সামনে মাথা নত করতে হচ্ছে সাধারণ মানুষকে। তৃণমূলের গুণ্ডা, মাফিয়ারা বাংলার সাধারণ মানুষের জীবন তছনছ করে দিয়েছে। কিন্তু তা নিয়ে চিন্তা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশ থেকে লোক এনে মোদিকে তাড়াতেই উঠেপড়ে লেগেছেন তিনি। অনুপ্রবেশ নিয়েও মমতার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, বাংলায় অনুপ্রবেশকারীদের অভ্যর্থনা জানানো হয়। সেই সঙ্গে তিনি বলেছেন, বাংলায় অনুপ্রবেশকারীদের বোমা তৈরিতে অবাধ ছাড় দিয়েছে তৃণমূল সরকার।

সারদা, রোজভ্যালি নিয়ে এদিন মোদি  আশ্বাস দিয়েছেন, ক্ষমতায় ফিরলে সারদা ও নারদাকাণ্ডের দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে। গত কয়েকদিন ধরেই মোদি চিটফান্ড দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। গত মঙ্গলবার আসানসোলের সভায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বেআইনি অর্থলগ্নি সংস্থার দুর্নীতির প্রমাণ নষ্টের অভিযোগও তুলেছেন প্রধানমন্ত্রী। বুধবার রানাঘাটের সভায় মোদি  বলেছেন, চিটফান্ডের নামে গরিব পরিবারগুলোকে প্রতারিত করা হয়েছে। গরিবদের পাই পয়সার হিসাব নেবো।  চোখের জলের দাম দিতে হবে অপরাধীদের। এদিনের প্রচারে মোদি চিটফান্ড নিয়েই সবচেয়ে সোচ্চার ছিলেন। মমতাকে নিশানা করে মোদি বলেছেন, চিটফান্ডের চক্কর  থেকে বাঁচতে কেন্দ্রে দুর্বল সরকার চাইছেন মমতা। কিন্তু ওনার আশায় জল ঢেলে দিয়েছেন বাংলার মানুষ। বাংলার মানুষকে ভরসা দিচ্ছি, নেতা হোক বা অফিসার, সারদা-রোজভ্যালিকাণ্ডের দোষীদের ছাড়া হবে না।

এদিন বীরভূমের ইলামবাজারের নির্বাচনী সভায় তিনি বলেছেন, খুব শিগগিরই  দিদির সূর্য অস্ত যাবে। তার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। গত মঙ্গলবার তৃতীয় দফায় ভোটের সময় একজনের মৃত্যুর প্রসঙ্গ তুলে মোদি  বলেছেন, দিদি ভয়  পেয়েছেন। তাই হিংসার আশ্রয় নিচ্ছেন। মোদি এদিন বলেছেন, বাংলার উন্নয়নে  কোটি কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই টাকা সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগেনি বলেও অভিযোগ করেছেন তিনি। এদিন তিনি তার বিদেশ সফরের সমালোচনার জবাব দিয়ে বলেছেন, বিশ্বের অনেক দেশ ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে। তাই বিদেশে কেউ টাকা রাখলে খবর পেয়ে যাচ্ছে সরকার। এই চা-ওয়ালার বিদেশ সফরের জেরেই তা সম্ভব হচ্ছে। সেই সঙ্গে মোদি বলেছেন, সারা বিশ্ব আজ ভারতকে যে শ্রদ্ধা ও সম্মান দিচ্ছে, তা এই চা-ওয়ালার বিদেশ সফরেরই সুফল। ভারতের ঐতিহ্য ও কৃষ্টিকে বিশ্বের সামনে তুলে ধরেছি আমি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status