দেশ বিদেশ

আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস

স্টাফ রিপোর্টা

২৫ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ৯:৫০ পূর্বাহ্ন

 ‘আমিই করবো ম্যালেরিয়া নির্মূল’-এই স্লোগানকে ধারণ করে আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হচ্ছে। বাংলাদেশেও সরকারি-বেসরকারি নানা উদ্যোগে দিবসটি পালন করা হবে। বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ১৩টি জেলায় এর প্রাদুর্ভাব বেশি। জেলাগুলো হচ্ছে-রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর এবং কুড়িগ্রাম। এই জেলাগুলোর মধ্যে তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি সীমান্তবর্তী, পাহাড় ও বনাঞ্চলবেষ্টিত হওয়ায় ম্যালেরিয়ার প্রকোপ বেশি। দেশের মোট ম্যালেরিয়া রোগীর শতকরা প্রায় ৯১ ভাগই সংঘটিত হয়ে থাকে তিন জেলায়।  ম্যালেরিয়া নির্মূলে আশাব্যঞ্জক সাফল্য থাকলেও এখনও দেশের প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষ ম্যালেরিয়ার ঝুঁকিতে রয়েছে বলে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এবারই প্রথমবারের মতো সারা দেশের ৬৪টি জেলায় একযোগে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হবে। এ উপলক্ষে থাকছে র‌্য্যালি, আলোচনা সভা, স্বাস্থ্য ক্যাম্প ও ডকুমেন্টারি প্রদর্শনী এবং বেসরকারি ও সরকারি টেলিভিশনে বিশেষ টকশো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status