খেলা

লা লিগায় স্বস্তির জয় বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক

২৫ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ৯:৪১ পূর্বাহ্ন

স্প্যানিশ লা লিগায় মঙ্গলবার ডেপোর্টিভো আলাভেসের বিপক্ষে জয় নিয়ে শিরোপার দোরগোড়ায় পৌঁছে বার্সেলোনা। এদিন আলাভেসের বিপক্ষে ২-০ গোলে জয় পায় আসরের ২৫ বারের চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন্স লীগের কথা মাথায় রেখে এদিন লিওনেল মেসি, জর্দি আলবা, ইভান রাকিটিচকে বিশ্রামে রেখে একাদশ সাজিয়েছিলেন বার্সা কোচ আরনেস্তো ভালভার্দে। প্রতিপক্ষের মাঠে গোলের জন্য বার্সাকে অপেক্ষা করতে হয় ৫৪ মিনিট। ডি-বক্সের ভেতর বল পেয়ে লক্ষ্যভেদ করেন স্প্যানিয়ার্ড মিডফিল্ডার কার্লেস অ্যালেইনা। পরে ডি-বক্সের ভেতরে হ্যান্ডবল করেন আলাভেসের ফুটবলার। ভিএআরের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ম্যাচের ৬০তম মিনিটে স্পট কিক থেকে লুইস সুয়ারেজের গোলে ব্যবধান দ্বিগুণ করে বার্সা। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৮ পেনাল্টি শটে গোল পেলেন সুয়ারেজ। চলতি লা লিগায় এটি সুয়ারেজের দ্বিতীয় সর্বোচ্চ ২১তম গোল। আসরে ২১ গোল পেয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমাও। ৩৩ গোল নিয়ে তালিকার শীর্ষে লিওনেল মেসি।  তালিকায় তৃতীয় স্থানে আছেন এই উরুগুইয়ান স্ট্রাইকার। সমান ২১ গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। আর ৩৩ গোল নিয়ে তালিকার শীর্ষে আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। ম্যাচের ৬১তম মিনিটে উসমান দেম্বেলের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। আর মাঠে নামার পরপরই মেসির নেয়া দুর্দান্ত শট আলাভেসের গোলরক্ষক ফার্নান্দো পাচেকো ফিরেয়ে দেন। এবারের ইউরোপিয়ান ‘গোল্ডেন স্যু’ পুরস্কারের দৌড়ে ৩৩ গোল নিয়ে এগিয়ে আছেন আর্জেন্টাই ফুটবল জাদুকর লিওনেল মেসিই। তবে ফরাসি লীগ ওয়ানে ৩০ গোল নিয়ে এ পুরস্কারের দৌড়ে রয়েছেন প্যারিস সেইন্ট জার্মেই’র (পিএসজি) ২০ বছর বয়সী ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেও। চলতি লা লিগায় ৩৪ ম্যাচে বার্সার সংগ্রহ ৮০ পয়েন্ট। ৩৩ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ (ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে)। আর সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।
শনিবার লা লিগায় লেভান্তের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে আগামী  ১লা মে প্রথম লেগে লিভারপুলকে আতিথ্য দেবে কাতালানরা। দ্বিতীয় লেগে ৭ই মে ফিরতি লেগে মুখোমুখি হবে দুদল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status