বাংলারজমিন

কোম্পানীগঞ্জে বর্ডার হাট নিয়ে বাংলাদেশ ভারত যৌথ বৈঠক

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৫ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ৮:৪৩ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে বর্ডার হাট নিয়ে সিলেটে বাংলাদেশ ও ভারতের যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুদিনব্যাপী এই বৈঠক শুরু হয় মঙ্গলবার বিকেলে। বুধবার বিকেলে বৈঠক শেষে প্রেস ব্রিফিং করা হয়। এদিকে- দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বৈঠক করে বাংলাদেশ-ভারত যৌথ কমিটি। বৈঠকে ১৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শফিকুল ইসলাম। প্রতিনিধি দলে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এএইচএম আহসান, যুগ্ম সচিব এএইচএম শফিকুজ্জামান, যুগ্ম সচিব নুর মো. মাহবুবুল হক, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোল্লা মিজানুর রহমান, মো. সেলিম হোসেন প্রমুখ। ভারতের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশটির বাণিজ্য বিভাগের অতিরিক্ত সচিব (বৈদেশিক বাণিজ্য, দক্ষিণ এশিয়া) শ্রী ভূপিন্দর এস বাল্লা। দলে ছিলেন- দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক হিতেশ রাজপাল, ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি (বাণিজ্য) শিশির কোঠারি, দেশটির আসাম অঙ্গরাজ্যের উপসচিব সাজ্জাদ আলম, মেঘালয় অঙ্গরাজ্যের উপপরিচালক উইনফ্রেড ওয়ারশং প্রমুখ। জানা গেছে, দু’দেশের এই বৈঠকে বর্ডার হাট সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। এছাড়া বর্ডার হাট বাড়ানোর বিষয়েও আলোচনা করছে দেশ দুটি। এরই অংশ হিসেবে মঙ্গলবার সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সীমান্ত পরিদর্শন করে যৌথ প্রতিনিধি দল। ভোলাগঞ্জ সীমান্তের ১২৪৮/১১এস ও ১২৪৮/১২এস পিলারের কাছে একটি বর্ডার হাট গড়ে তোলার বিষয়ে বাংলাদেশ-ভারত মতৈক্যে পৌঁছেছে। আগামী ডিসেম্বর নাগাদ এ হাট চালু হতে পারে। বাংলাদেশ প্রতিনিধি দলে থাকা সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নাসির উল্যাহ খান জানান, গেল বছর যৌথ কমিটির বৈঠক হয়েছিল ভারতে। এবার বাংলাদেশে অনুষ্ঠিত বৈঠকে বর্ডার হাটের সামগ্রিক পর্যালোচনা করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status