এক্সক্লুসিভ

শ্রীলঙ্কায় হামলাকারীরা সুশিক্ষিত, মধ্যবিত্ত পরিবারের

মানবজমিন ডেস্ক

২৫ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ৮:৩৭ পূর্বাহ্ন

শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলাকারীদের একজন পড়াশোনা করেছে বৃটেন ও অস্ট্রেলিয়ায়। এ কথা বলেছেন দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী রুয়ান বিজেওয়ার্ধনে। হামলাকারীদের বেশির ভাগই সুশিক্ষিত ও মধ্যবিত্ত পরিবারের। এর মধ্যে একজন নারীও ছিল। তবে তারা কেউ বিদেশি নয়। ওদিকে শ্রীলঙ্কায় যুক্তরাষ্ট্রের দূত আরো সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেছেন। রোববারের ওই হামলার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত পুলিশ আটক করেছে ৬০ জনকে। শ্রীলঙ্কার পুলিশ ও সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে অনলাইন বিবিসি।

বুধবার সংবাদ সম্মেলন করেছেন রুয়ান বিজেওয়ার্ধনে। তিনি বলেছেন, আমরা বিশ্বাস করছি আত্মঘাতী হামলাকারীদের একজন পড়াশোনা করেছে বৃটেনে। তারপর সে পোস্টগ্র্যাজুয়েট করেছে অস্ট্রেলিয়ায়। এরপর শ্রীলঙ্কায় ফিরে থিতু হয়েছিল। তিনিই জানিয়েছেন হামলাকারীদের বেশির ভাগই সুশিক্ষিত, মধ্য ও উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান। তারা আর্থিকভাবে সচ্ছল। তাদের পরিবারও আর্থিকভাবে সচ্ছল।

পুলিশ সূত্র বলেছে, হামলাকারীদের দু’জন ভাই। তারা কলম্বোর মসলা ব্যবসায়ী এক সম্পদশালীর সন্তান। তারাই সাংগ্রি-লা এবং সিনামন গ্র্যান্ড হোটেলে বোমা হামলা করেছে। আইএস হামলার দায় স্বীকার করলেও কর্তৃপক্ষ স্থানীয়দের সম্ভাব্য যোগসূত্র থাকার বিষয়ে খোঁজখবর নিচ্ছে। আইএসের সঙ্গে এসব আত্মঘাতীর কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। হামলার জন্য শ্রীলঙ্কা সরকার দায়ী করেছে স্থানীয় ইসলামপন্থি গ্রুপ ন্যাশনাল তাওহীদ জামা’আতকে (এনটিজে)। তবে প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে মনে করেন না শুধু স্থানীয়রা এই হামলা করেছে। তিনি বলেছেন, হামলাকারীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। তাদের মধ্যে সমন্বয় করা হয়েছে, যা এর আগে আমরা কখনো দেখি নি।

আরো হামলা প্রতিরোধের উপায় হিসেবে এখনো বহাল রয়েছে জরুরি অবস্থা। বিক্রমাসিংহে বলেছেন, রোববার চতুর্থ একটি হোটেলে বোমা হামলা পরিকল্পনা ভণ্ডুল করা হয়েছে। তবে আরো বিস্ফোরক নিয়ে সেখানে সন্ত্রাসীরা থাকতে পারে বলে তিনি মনে করেন। এ অবস্থায় শ্রীলঙ্কায় উত্তেজনা রয়েছে। পুলিশ সন্দেহভাজনদের দিকে দৃষ্টি রেখেছে। এ পরিস্থিতিতে শ্রীলঙ্কায় যুক্তরাষ্ট্রের দূত অ্যালেইনা টেপলিটজ বলেছেন, কোনো সতর্কতা না দিয়েই হামলা করে বসতে পারে সন্ত্রাসীরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status