অনলাইন

চট্টগ্রাম সমিতির উদ্যোগে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

২৪ এপ্রিল ২০১৯, বুধবার, ৮:০৪ পূর্বাহ্ন

শতবর্ষের ঐতিহ্যমণ্ডিত চট্টগ্রাম সমিতি-ঢাকা প্রথমবারের মতো আয়োজন করেছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকজসংস্কৃতি পুঁথি পাঠের এক বর্ণাঢ্য আসর। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম সমিতির ৩২ তোপখানা রোডস্থ চট্টগ্রাম ভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি ও সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক উপস্থিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে পুঁথি পাঠের আসরের শুভ উদ্বোধন করেন। পুঁথির ঐতিহাসিক প্রেক্ষাপট ও ক্রমবিকাশের সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন নির্বাহী সদস্য আহমদ মমতাজ। সমিতির সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোস্তাফা কামাল চৌধুরী শানুর সঞ্চালনায় অনুষ্ঠানে সমিতির সহসভাপতি ও অনুষ্ঠানের আহ্বায়ক গিয়াস উদ্দীন খান শুভেচ্ছা বক্তব্য ও সাধারণ সম্পাদক আবদুল মাবুদ ধন্যবাদ জ্ঞাপন করেন। এই আসরের মূল আকর্ষণ চট্টগ্রামের বিশিষ্ট পুথিপাঠক শেখ নজরুল ইসলাম মাহমুদ।

তাঁর সহযোগিতায় ছিলেন- তবলায় সৈয়দুল হক, দোতারায় চিত্তরঞ্জন বর্মন, বাঁশিতে টিটু দেবনাথ, অক্টোপ্যাডে প্রণব রায়, কী বোর্ডে রতন মজুমদার, শিল্পী শিউলী মজুমদার ও ফিরোজা আকতার সামান্তা। আয়োজনটির স্পন্সর করেন সমিতির দাতা জীবনসদস্য রাজীবুল হক চৌধুরী। অনুষ্ঠানে সমিতির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব দিদারুল আনোয়ার, সাবেক সভাপতি রেজাউল হক চৌধুরী মুশতাক, আবু আলম চৌধুরী ও লায়লা সিদ্দিকী, উপদেষ্টা পরিষদের সদস্য-সচিব মুহাম্মদ মারুফ শাহ চৌধুরী, নির্বাহী পরিষদের সহসভাপতি ও মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সহসভাপতি ও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, সহসভাপতি সৈয়দ নুরুল ইসলাম ও সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ, সাবেক সাধারণ সম্পাদক এটিএম পেয়ারুল ইসলাম ও নাছির উদ্দিন, হাসপাতাল কমিটির সদস্য সচিব মহিউল ইসলাম মহিম, উপদেষ্টা পরিষদের সদস্য নাসরীন সিদ্দিকা লিনাসহ সমিতির নেতৃবৃন্দ এবং জীবন সদস্যদের অনেকেই উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status