অনলাইন

লঙ্কান দূতাবাসে পররাষ্ট্রমন্ত্রী

পাশে আছি, থাকব

কূটনৈতিক রিপোর্টার

২৪ এপ্রিল ২০১৯, বুধবার, ৬:০৩ পূর্বাহ্ন

শোকাহত শ্রীলঙ্কানদের পাশে বাংলাদেশ রয়েছে এবং আগামী দিনেও থাকবে- এমন অঙ্গীকারই পূণর্ব্যক্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন। বুধবার ঢাকাস্থ শ্রীলংকার দূতাবাস পরিদর্শন এবং সেখানে রাখা শোক বইয়ে স্বাক্ষরকালে তিনি বাংলাদেশের তরফে দেশটির প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে- মন্ত্রী মোমেন যে কোন ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির বিষয়টি উল্লেখ করে বলেন, বাংলাদেশ সরকার সন্ত্রাস দমনে শ্রীলংকাসহ বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করবে। এ বিষয়ে সক্রিয় ভুমিকা পালন করবে। অতীতের মত বর্বর সন্ত্রাসী হামলা পরবর্তী ওই দু:সময়েও শ্রীলংকার সরকার এবং জনগণের পাশে থাকার আশ্বাস দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হামলায় নিহত স্থানীয় এবং বিদেশী নাগরিকদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। পররাষ্ট্রমন্ত্রীর পরিদর্শনকালে ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কান রাষ্ট্রদূতসহ দূতাবাসের জ্যেষ্ঠ কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status