বিশ্বজমিন

শ্রীলংকার পুলিশ প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রীকে পদত্যাগ করতে বলেছেন সিরিসেনা

মানবজমিন ডেস্ক

২৪ এপ্রিল ২০১৯, বুধবার, ৫:৪৩ পূর্বাহ্ন

শ্রীলংকার পুলিশ প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রীকে পদত্যাগ করতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। রোববার দেশটির বেশ কয়েকটি চার্চ ও অভিজাত হোটেলে সিরিজ হামলার দায় মাথায় নিয়ে এ পদত্যাগের কথা বলেন তিনি। এ হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৫৯ জন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৫০০ জন যাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন বেশ কয়েকজন। প্রতিদিনই মৃতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে চলছে।
এ হামলার পর দেশটির গোয়েন্দা বাহিনীর ব্যর্থতা প্রকাশ্যে চলে আসে। হামলার ১০দিন পূর্বেই তথ্য থাকার পরও হামলা ঠেকাতে ব্যর্থ হয় শ্রীলংকার গোয়েন্দারা। এর দায় নিয়ে অবিলম্বে দেশটির পুলিশ প্রধান ও প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ কামনা করছেন সিরিসেনা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status