খেলা

৭ সেকেন্ডে গোল!

স্পোর্টস ডেস্ক

২৪ এপ্রিল ২০১৯, বুধবার, ১২:২০ অপরাহ্ন

প্রিমিয়ার লীগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাউদাম্পটনের ফরোয়ার্ড শেন লং। মঙ্গলবার ভিকারেজ রোড স্টেডিয়ামে ওয়াটফোর্ডের সঙ্কে ১-১ গোলে ড্র করে সাউদাম্পটন। ম্যাচে কিক অফের পর ওয়াটফোর্ডের খেলোয়াড় ব্যাকপাস দেয়। ওয়াটফোর্ডের ডিফেন্ডার ক্রেইগ ক্যাথকার্ট বলটি ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন। বল সাউদাম্পটনের ফরোয়ার্ড শেন লংয়ের গায়ে লাগে। এবং বল নিয়ন্ত্রনে নিয়ে একটু এগিয়ে ওয়াটফোর্ডের গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়ান লং। ম্যাচের বয়স তখন মাত্র ৭.৬৯ সেকেন্ড। আর তাতে ১৯ বছর আগের রেকর্ড ভেঙে ইতিহাসে নাম লিখালেন শেন লং।

আগের রেকর্ডটি ছিল ২০০০ সালের ডিসেম্বর মাসে ব্রাডফোর্ডের বিপক্ষে টটেনহ্যামের ডেফেন্ডার লেডলি কিং ৯.৮২ সেকেন্ডের গোল করেছিল। ম্যাচের ৯০তম মিনিটে ওয়াটফোর্ডের হয়ে গোল শোধ করেন আন্দ্রে গ্যারি। ম্যাচ শেষে লং বলেন, ‘এটা দারুণ একটা রেকর্ড। কোচ বলেছিল যত দ্রুত সম্ভব গোল করে প্রতিপক্ষেকে চাপে রাখার জন্য। ১০০ বারে ৯৯বারই হয় না, যে ক্লিয়ার করার সময় আপনি বল আটকাতে পারবেন। আমি পেরেছি। বেন অসাধারণ গোলরক্ষক। তাকে বোকা বানানোটাও কাঠিন ব্যপার। কিন্তু তিন পয়েন্ট না পাওয়া হাতাশ।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status