প্রথম পাতা

ক্রিকেটপাগল জায়ান সঙ্গ পেয়েছিল সাকিবের

শুভ্র দেব

২৪ এপ্রিল ২০১৯, বুধবার, ৯:৩৪ পূর্বাহ্ন

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত জায়ান চৌধুরী ছিল ক্রিকেটপ্রেমী। তার প্রিয় খেলোয়াড় ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই প্রিয় খেলোয়াড়ের সঙ্গে তার দেখা করার ইচ্ছেটাও ছিল বেশ। মামা ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের কাছে জায়ানের আবদার ছিল সাকিবের সঙ্গে দেখা করাতে হবে। যেই আবদার সেই কাজ। আদরের ভাগ্নের আবদার রাখতেই ফজলে নাঈম ফোন করেন সাকিব আল হাসানকে। তিনি সাকিবকে জানান, আমাদের বাসায় আপনার একজন ক্ষুদে ভক্ত আছে। আপনার সঙ্গে দেখা করতে চায়। সেই কথা শুনে ক্ষুদে ভক্তের সঙ্গে দেখা করতে বনানীর ২ নম্বর সড়কের ৯ নম্বরের বাসায় ছুটে যান সাকিব। সেখানেই দেখা হয় ক্ষুদে ভক্ত জায়ানের সঙ্গে।

সেদিন সাকিবের সঙ্গে দেখা করে অনেক খুশি হয়েছিল জায়ান। পরে সাকিব জায়ানের সঙ্গে কিছুটা সময় কাটান। তার সঙ্গে ছবি তোলে জায়ান। বাড়ির আঙ্গিনায় জায়ানের সঙ্গে ক্রিকেটও খেলেছেন সাকিব। এসব দৃশ্য এখন শুধুই স্মৃতি হয়ে আছে জায়ানের নানা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের পরিবারে। শেখ সেলিমের বাসার কর্মী সুমন জানান, এক দিন নয় কয়েক দিনই সাকিব বাসায় এসেছেন। জায়ানের সঙ্গে সময় কাটিয়েছেন, খেলা করেছেন। জায়ান সাকিবকে খুব পছন্দ করত। বাংলাদেশ দলের জার্সি গায়ে দিয়ে সে প্রতিদিন ক্রিকেট খেলত। ক্রিকেট খেলার পাশাপাশি ফুটবল খেলাও তার প্রিয় ছিল। টিম আর্জেন্টিনাকে খুব পছন্দ করত। বিশেষ করে মেসিকে। বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য শাহীন বলেন, ক্রিকেটার সাকিব প্রায় এক ঘন্টা করে কয়েক দিনই জায়ানকে সময় দিয়েছেন।

সাকিবের সঙ্গে সময় কাটিয়ে এসে জায়ান আমার কাছে বলত পুলিশ আঙ্কেল, আজকে না সাকিব আঙ্কেল এসেছিলেন। অনেক মজা হয়েছে। তিনি বলেন, খেলার সময় আসলেই জায়ান এসে বলত দেখেনতো পুলিশ আঙ্কেল এখানে গাড়ি চালক কে আছেন। একটু গাড়িটা সরাতে বলেন। আমি খেলব। স্মৃতিচারণ করে শাহীন বলেন, জায়ান প্রথম যেদিন কোরআন শরীফ হাতে নিয়েছিল ওই দিন তার মায়ের কাছে আবদার করেছিল বাসার সকল স্টাফ ও পরিবারের সদস্যদের আইসক্রিম খাওয়াতে হবে। পরে তার মা সবাইকে আইসক্রিম কিনে দিয়েছেন। প্রতিদিন বিকাল বেলা সে কোরআন শিখতে বাসার বাইরে যেত। গত রমজান মাসে সে আমাদের সঙ্গে বাড়িতেই তারাবির নামাজ পড়েছে। রমজান মাস আসছে জায়ানকে খুব মিস করব।

নিরাপত্তাকর্মী জাহিদ বলেন, ক্রিকেট খেলা সে খুব পছন্দ করত। সুযোগ পেলেই ক্রিকেট খেলত। সর্বশেষ বিপিএলের আসরে সাকিবের খেলা দেখতে সে মিরপুর স্টেডিয়ামে গিয়েছিল।
উল্লেখ্য, শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় মারা যায় শিশু জায়ান। বাবা-মা ও ছোট ভাইয়ের সঙ্গে সেখানে বেড়াতে গিয়েছিল সে। বিস্ফোরণে তার বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স গুরুতর আহত হন। তাকে সেখানকার একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। তার দুটি পা বোমায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status