দেশ বিদেশ

শঙ্কামুক্ত নন শেখ সেলিমের জামাতা

স্টাফ রিপোর্টার

২৪ এপ্রিল ২০১৯, বুধবার, ৯:২১ পূর্বাহ্ন

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় আহত শেখ ফজলুল করিম সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স শঙ্কামুক্ত নন। শ্রীলঙ্কার আনশ্রী সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না। এছাড়া এখনই তাকে অন্যত্র নেয়াও সম্ভব নয়। গতকাল বনানীর চেয়ারম্যান বাড়ি খেলার মাঠে নিহত জায়ানের জানাজার স্থান পরিদর্শন শেষে এসব কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, সন্ত্রাসী হামলায় আমার নাতী নিহত হয়েছে। পাশাপাশি আমার জামাতাও মারাত্মকভাবে আহত হয়েছেন। বর্তমানে তিনি শ্রীলঙ্কার আনশ্রী সেন্ট্রাল হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। তার দুই পায়ের অবস্থা খুব খারাপ। অসংখ্য স্প্লিন্টার ঢুকেছে পায়ের মধ্যে। লিভারেও স্প্লিন্টার আছে। এছাড়া তার পাকস্থলী ক্ষতিগ্রস্ত হয়েছে। শরীর থেকে প্রায় তিন লিটার রক্ত বের হয়ে গেছে। সোমবার বিকালে তার শরীরে একটি অস্ত্রোপাচার করেছেন চিকিৎসকরা। শেখ সেলিম বলেন, আমাদের পরিবারের লোকজন সেখানে উপস্থিত রয়েছেন। চিকিৎসকের সঙ্গে কথা বলছেন। মঙ্গলবার সকালে প্রিন্স আমার দুই ছেলে ও শ্রীলঙ্কায় বাংলাদেশি অ্যাম্বাসেডরের সঙ্গে একটু কথা বলেছেন। তবে তিনি শঙ্কামুক্ত নন। তার শারীরিক অবস্থা খুবই খারাপ। দেশবাসীর কাছে তার জামাতার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি। এদিকে আকস্মিক এই দুর্ঘটনায় শেখ সেলিমের জামাতা আহত ও তার নাতী নিহত হওয়ায় শোকের ছায়া নেমেছে তাদের পরিবারে।  ছোট্ট জায়ানের মৃত্যু শুধু তাদের পরিবার নয়, পুরো দেশের মানুষের হৃদয়ে ক্ষত তৈরি হয়েছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে যে যেভাবে পারে শোক প্রকাশ করছেন। অনেকেই শেখ সেলিমের বাসায় গিয়ে শোকাহত পরিবারকে সান্ত্বনা দিচ্ছে। গতকালও অনেক স্বজন, শুভাকাঙ্ক্ষী ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বনানীতে শেখ সেলিমের বাসায় যান। তাদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, জায়ানের মৃত্যুতে মানসিকভাবে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত। এরকম একটি ঘটনায় আমরা খুবই মর্মাহত। নিহত জায়ানকে আমি ব্যক্তিগত ভাবে চিনি। সেই ছোটবেলা থেকেই আমি তাকে দেখেছি। এছাড়া শেখ সেলিমের জামাতা প্রিন্সও আহত হয়েছেন। এ ধরনের দুর্ঘটনা সহ্য করার ক্ষমতা আমার নাই। তিনি বলেন, আমি দুর্ঘটনার কথা আগেই শুনেছি। কিন্তু আমি ঢাকায় ছিলাম না। ঢাকায় ফিরে এখানে এসেছি। তার জামাতার চিকিৎসা ভালভাবে চলছে। আশা করছি খুব দ্রুত তিনি আমাদের মাঝে ফিরে আসবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status