দেশ বিদেশ

জার্মানিতে যাচ্ছে ওয়ালটন টিভি

অর্থনৈতিক রিপোর্টার

২৪ এপ্রিল ২০১৯, বুধবার, ৯:১৭ পূর্বাহ্ন

জার্মানিতে টেলিভিশন রপ্তানি শুরু করেছে দেশীয় পণ্যের ব্র্যান্ড ওয়ালটন। এর মধ্য দিয়ে ইউরোপের বাজারে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন পণ্যের বাজার সমপ্রসারণ কার্যক্রম আরো সহজ হবে। এতে করে দেশের টেলিভিশন উৎপাদনশিল্পে উন্মোচিত হলো এক নতুন দিগন্ত। একই সঙ্গে যুক্ত হলো বৈদেশিক মুদ্রা উপার্জনের নতুন খাত। শনিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন টিভি ম্যানুফ্যাকচারিং ইউনিটে ‘ইনএগোরেশন সিরিমনি অব টেলিভিশন এক্সপোর্ট টু ফেডারেল রিপাবলিক অব জার্মানি’ শীর্ষক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত জার্মান ডেপুটি হেড অব মিশন মাইকেল শুলথহাইস রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম, পরিচালক রাইসা সিগমা হিমা ও মাইকেল শুলথহাইসের স্ত্রী শার্লোট ক্লেমেনসেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, এক্সিকিউটিভ ডিরেক্টর হুমায়ূন কবীর, উদয় হাকিম, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম ও মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস। ওয়ালটন কারখানার প্রায় সব মেশিনারিজ জার্মানির তৈরি। যে কারণে ওয়ালটন পণ্য বিশ্বের শীর্ষ মানের। আর তাই ওয়ালটন পণ্যের প্রতি জার্মান ক্রেতারা বেশি আগ্রহী।
মাইকেল শুলথহাইস বলেন, বিশ্ব সেরা মেশিনারিজ সমৃদ্ধ ওয়ালটন কারখানায় পণ্য উৎপাদন প্রক্রিয়া দেখে আমি অভিভূত। পণ্য উৎপাদন ও রপ্তানির মাধ্যমে ওয়ালটন জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। এতোদিন জার্মানিতে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু ইলেকট্রনিক্স পণ্য দিয়ে জার্মানিতে নতুন রপ্তানি খাতের শুভসূচনা করলো ওয়ালটন।

ওয়ালটনের জার্মান মার্কেট বিষয়ক প্রধান তাওসীফ আল মাহমুদ বলেন, জার্মানিতে টিভি রপ্তানির মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ অনলাইন কেনাকাটার প্রতিষ্ঠান অ্যামাজনে পাওয়া যাবে ওয়ালটনের টিভি, রেফ্রিজারেটর ও এসি। তিনি বলেন, প্রথম ধাপে জার্মানিতে ৩ কন্টেইনার টেলিভিশন যাচ্ছে। এই রপ্তানির মাধ্যমে দেশের রিজার্ভে যুক্ত হবে ৩ লাখ ডলারের বৈদেশিক মুদ্রা। এ বছরই আরো ১ লাখ পিস টিভি যাবে জার্মানিতে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status