বাংলারজমিন

রূপগঞ্জে ভবনে বিস্ফোরণ দগ্ধ আরো একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

২৪ এপ্রিল ২০১৯, বুধবার, ৮:২৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাওঘাট এলাকায় গত সোমবার তিনতলা একটি ভবনে রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিনজনে। এখনো বিস্ফোরণের সঠিক কারণ নির্ণয় করতে পারেনি কোনো দপ্তর। এদিকে বিস্ফোরণের ঘটনায় ভবন মালিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছেন পুলিশ ও তিতাস গ্যাস অধিদপ্তর। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার ভোররাতে সাওঘাট চুঙ্গীরপাড় এলাকায় আইনজীবী রাবেয়া আক্তার মিলির তিনতলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের নিচতলা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। ভবনের নিচতলাটি স্থানীয় নেক্সট এক্সেসরিস লিমিটেড নামে একটি গার্মেন্টের শ্রমিকদের কাছে ভাড়া দেয়া ছিল। বিস্ফোরণে ঘটনাস্থলেই মেহেরপুরের মুজিবনগর থানাধীন কোমরপুর এলাকার দুদু মিয়ার ছেলে ও নেক্সট এক্সেসরিসের প্রিন্ট অপারেটর শামীম (৩০) এবং ঝালকাঠির নলছিটি থানাধীন কয়া এলাকার রহিম বিশ্বাসের ছেলে একই প্রতিষ্ঠানের কোয়ালিটি কন্ট্রোলার হেলাল বিশ্বাস রাকিব মারা যান। এসময় আহত ও দগ্ধ হয় আরো ৭ শ্রমিক। এদের মধ্যে গুরুতর আহত তরিকুল ইসলাম, আরিফ মিয়া, হযরত আলী এবং লিয়াকত হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থান সোমবার রাত ৯টার দিকে পিরোজপুরের স্বরূপকাঠি থানাধীন সারেংকাঠি এলাকার মোশাররফ হোসেনের ছেলে তরিকুল ইসলাম মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পুলিশ, ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদপ্তর ও তিতাস কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করেছেন আইনজীবী রাবেয়া আক্তার মিলির তিনতলা ভবনে অবৈধভাবে নেয়া গ্যাস সংযোগের নিম্নমানের পাইপলাইন বিস্ফোরণ হয়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে নিশ্চিত হতে পারেনি কোন অধিদপ্তর। এদিকে, মঙ্গলবার প্রধান বিস্ফোরক অধিদপ্তরের কার্যালয়ের সহকারী বিস্ফোরক পরিদর্শক সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করলেও বিস্ফোরণের প্রকৃত কারণ নির্ণয় করতে পারেন নি তিনি। এদিকে, বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মিজবাহ-উর রহমান ও রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক রোকনুজ্জামান বাদী হয়ে রাবেয়া আক্তার মিলির নামে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
তবে ভবন মালিক মিলির দাবি গ্যাস লিকেজ নয় বরং কেউ অন্য কোনো উপায়ে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটিয়েছেন। এতে তার ভবনের নিচতলা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
এব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম বলেন, তিনতলা ভবনে বিস্ফোরণে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনো বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যায়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status