বাংলারজমিন

ওসমানীতে কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার উদ্ধার

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৪ এপ্রিল ২০১৯, বুধবার, ৮:২৮ পূর্বাহ্ন

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো স্বর্ণের চালান আটক করা হয়েছে। দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে সোয়া কোটি টাকার মূল্যের ২০টি স্বর্ণের বার জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস। মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের ভেতরে সিটের সাথে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় স্বর্ণের বার। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন- আটককৃত সোনার ওজন ৩ কেজি ৩০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় এক কোটি ১৫ লাখ টাকা। দুবাই থেকে আসা বিমানের এ ফ্লাইট সকাল ৮টায় ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। কাস্টমসের চেকিংয়ের অংশ হিসাবে বিমানের ভেতরে তল্লাশি চালিয়ে সিটের সঙ্গে বাঁধা অবস্থায় দুটি বস্তু উদ্ধার করা হয়। এরপর এ দুটি বস্তু খুলে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এর আগে গত ১১ই এপ্রিল ওসমানী বিমানবন্দরে তিন কেজি স্বর্ণসহ আবির হোসেন নামের এক যুবককে আটক করা হয়। ওই স্বর্ণের চালান ওসমানের মাস্কাট থেকে এসেছিলো বলে জানান কাস্টমস কর্মকর্তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status