বাংলারজমিন

কমলনগরে তরুণীর গায়ে আগুনের ঘটনায় মামলা: গ্রেপ্তার ৪

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

২৪ এপ্রিল ২০১৯, বুধবার, ৮:২৮ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের কমলনগরে স্ত্রীর স্বীকৃতি না পেয়ে শাহেনূর আক্তার (২০) নামে এক তরুণী গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে। গত সোমবার রাতে ওই তরুণীর বাবা জাফর আলম বাদী হয়ে কমলনগর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত সালা উদ্দিনকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৭-৮ জন আসামি করা হয়। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য মো. হাফিজ উদ্দিন, গ্রাম পুলিশ আবুতাহের অভিযুক্ত সালা উদ্দিনের ভাই আব্দুর রহমান ও আলা উদ্দিনকে গ্রেপ্তার  করেছে পুলিশ। ঘটনার পর থেকে সালা উদ্দিন পলাতক রয়েছেন।

প্রসঙ্গত, কমলনগর উপজেলার লুধুয়া ফলকন এলাকার মনর আলীর ছেলে রিকশাচালক মো. সালাউদ্দিন আইয়ুব নগর এলাকায় শ্বশুর বাড়িতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঘরজামাই হিসেবে থাকছেন। দেড় বছর আগে রঙ নাম্বারের সূত্রধরে মোবাইল ফোনে চট্টগ্রামের রাউজান উপজেলার সোনাগাজী এলাকার জাফর আলমের মেয়ে শাহেনূরের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ঘটনার দিন গত রোববার ওই তরুণী চট্টগ্রাম থেকে সালাউদ্দিনের শ্বশুর বাড়িতে এসে স্ত্রীর মর্যাদা দাবি করেন। বিষয়টি নিয়ে ঝামেলা তৈরি হলে স্থানীয় ইউপি সদস্য হাফিজ উল্যাহসহ এলাকার লোকজন ওই তরুণীকে বিয়ের কাগজপত্র নিয়ে আসতে বলেন। পরে ওই তরুণী রিকশায় করে স্থানীয় হাজিরহাট বাজারে গিয়ে কেরোসিন কিনে আনেন এবং সালাউদ্দিনের শ্বশুর বাড়ির পাশের একটি সয়াবিন ক্ষেতে গিয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নেভায়। ততক্ষণে তার শরীরের অধিকাংশ পুড়ে যায়। পরে ওই ইউপি সদস্যসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে প্রেরণ করা হলে গত সোমবার দুপুরে তার মৃত্যু হয়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুনের ঘটনায় ইউপি সদস্য চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত প্রধান আসামি সালা উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status